কলকাতা, 14 অক্টোবর:নিজের সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশনের (Election Commission of India ) কাছে হলফনামা জমা দিয়েছিলেন ৷ নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ৷ তখন তিনি কমিশনকে যে সম্পত্তি সংক্রান্ত যে তথ্য দিয়েছিলেন তা ভুল বলে মনে করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED on Manik Bhattacharya) ৷ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে এই তথ্য এসেছে ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্য তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি- সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার কিছু বেশি ছিল বলে জানিয়েছিলেন হলফনামায় ৷ কিন্তু একটি সংবাদ সংস্থাকে ইডির এক আধিকারিক বলেন, "তদন্ত যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে মানিক ভট্টাচার্য তাঁর হলফনামায় সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন । তাঁর সম্পত্তি অনেক বেশি ৷"
আরও পড়ুন: মানিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি ইস্তফা দিতে বাধ্য বীরভূম তৃণমূলের ব্লক সভাপতি ?
হলফনামায় মানিক ভট্টাচার্য এটা উল্লেখ করেননি যে, তাঁর ছেলের নামে ব্যাঙ্কে 2 কোটি 64 লক্ষ টাকা রয়েছে ৷ 2021-এ জমা দেওয়া এই হলফনামায় তিনি তাঁর পেনশন, ডব্লিউবিবিপিই-র সভাপতি হিসেবে প্রাপ্য সাম্মানিক এবং প্রবীণ নাগরিকের প্রকল্প (senior citizens' scheme) থেকে পাওয়া টাকার কথা জানিয়েছিলেন ৷