পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Kills Father: খাস কলকাতায় কালীপুজোর রাতে বাবাকে খুন, গ্রেফতার ছেলে - কালীপুজো 2022

কালীপুজোর (Kali Puja 2022) রাতে সিঁথিতে ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বাবা (Man Kills Father)! প্রতিবেশীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন (Kolkata Murder)।

Man kills Father in Kolkata on Kali Puja night
খাস কলকাতায় কালীপুজোর রাতে বাবাকে খুন, গ্রেফতার ছেলে

By

Published : Oct 25, 2022, 5:49 PM IST

কলকাতা, 25 অক্টোবর: কালীপুজোর (Kali Puja 2022) রাতে খাস কলকাতায় ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বাবা (Man Kills Father)! প্রতিবেশীরাই অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে পাকড়াও করে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন । নেশার জন্য টাকা এবং সেই টাকার যোগান বন্ধ হয়ে যাওয়ার ফলেই অভিযুক্ত বাবাকে খুন করেছেন বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা (Kolkata Murder)।

কালীপুজোর রাতে প্রায় তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার সিঁথি থানা এলাকার কেদারনাথ দাস লেনে । মৃতের নাম উৎপল কুমার রায় । তিনি পেশায় একজন চাটার্ড অ্যাকাউনট্যান্ট । অভিযুক্তের নাম উদ্দীপ্ত রায় । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সিঁথি থানার পুলিশ ।

জানা গিয়েছে, উৎপলকুমার রায় একজন চাটার্ড অ্যাকাউনট্য়ান্ট ছিলেন ৷ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন উৎপলকুমার রায়ের সঙ্গে তাঁর ছেলে উদ্দীপ্ত রায়ের মাঝে মধ্যেই টাকা-পয়সা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হত । অভিযোগ, একাধিক সময়ে বাবা উৎপলকুমার রায়ের গায়ে হাত তুলতেন ছেলে ৷

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন উদ্দীপ্ত রায় নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন । এছাড়াও বিভিন্ন জায়গায় টাকা লাগানো এবং সেখান থেকে টাকার লোকসান এগুলি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল উদ্দীপ্তের । ফলে বাধ্য হয়ে তাঁকে একটি নেশা মুক্তি কেন্দ্রে পাঠান বাবা উৎপলকুমার রায় । কিন্তু অভিযোগ, নেশা মুক্তি কেন্দ্রে কিছুদিন থাকার পর সেখান থেকেও কার্যত পালিয়ে আসেন উদ্দীপ্ত ।

আরও পড়ুন:বাজি ফাটানো নিয়ে ঝামেলা, তরুণকে কুপিয়ে হত্যা 3 নাবালকের !

অভিযোগ, গতকাল রাত তিনটে নাগাদ এলাকার বাসিন্দারা শুনতে পান উৎপল রায়ের স্ত্রী চিৎকার করছেন । জানলা দিয়ে মুখ বাড়িয়ে তিনি এলাকার বাসিন্দাদের ডাকতে শুরু করেন । বাসিন্দারা জানিয়েছেন, "বাবাকে আর মারিস না, মরে যাবে" - এই কথাগুলি বলে উৎপল রায়ের স্ত্রী চিৎকার করছিলেন । এরপরেই ফ্ল্যাটের তিন তলায় উঠে দরজা ধাক্কা দেন এলাকার বাসিন্দারা এবং দরজা খুলতেই দেখা যায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন উৎপলকুমার রায় । পাশেই তাঁর ছেলে ও স্ত্রী দাঁড়িয়েছিলেন । এরপরই সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ডায়েল হান্ড্রেডে ফোন করে লালবাজারে বিষয়টি জানান এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসেন সিঁথি থানার পুলিশ কর্মীরা ।

রক্তাক্ত অবস্থায় উৎপল রায়কে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ৷ কিন্তু আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details