কলকাতা, 1 মে : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে 3 ও 4 মে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে ।
আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা, প্রচার কর্মসূচিতে বদল মমতার - fani
রাজ্যে ফণীর প্রভাবে হতে পারে ঝড়-বৃষ্টি । তাই প্রচার কর্মসূচিতে কিছু বদল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
6 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে । তার আগে আগামীকাল ভাটপাড়া ও ব্যারাকপুরে সভা করার কথা ছিল তৃণমূল নেত্রীর । আর 3 মে ডেবরা ও চন্দ্রকোণায় সভা করার কথা ছিল । কিন্তু, আগামী দু'একদিন ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 কিমি বেগে বইতে পারে ঝড় । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে । তাই এই চারটি সভা নির্দিষ্ট দিনে হচ্ছে না। গতকাল একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল যে সভা হওয়ার কথা ছিল তা কবে করা হবে তা এখনও জানানো হয়নি।