কলকাতা, 3 মে : নন্দীগ্রাম নিয়ে এবার আরও বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তিনি জানালেন, রিটার্নিং অফিসারের প্রাণনাশের হুমকি থাকার জন্য় পুনর্গণনার নির্দেশ দেওয়া হচ্ছে না ৷ এনিয়ে একটি মেসেজের স্ক্রিনশট দেখান তিনি ৷
আরও পড়ুন-রাজ্যের সাংবাদিকরাও করোনা যোদ্ধা, ঘোষণা মমতার
ভোটে জেতার পর আজ বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ওই বৈঠক শুরু হওয়ার আগে একবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই নন্দীগ্রামের ভোট গণনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে তিনি বলেন, "প্রাণনাশের হুমকি রয়েছে ৷ তাই পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন রিটার্নিং অফিসার ৷" এরপর তিনি ওই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন ৷ যেখানে বলা হয়েছে, "বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে ৷ পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণে আমাকে মেরে ফেলা হতে পারে ৷ "