কলকাতা, ১২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি নজরুল মঞ্চ হবে কোর কমিটির এই বিশেষ বৈঠক। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দলের অন্য নেতারাও।
ভোটের রণকৌশল ঠিক করতে ২৫ শে তৃণমূলের কোর কমিটির বৈঠক - core committee
লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
সূত্রের খবর, লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থী বাছাই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই বৈঠক হবে। পাশাপাশি BJP বিরোধী লড়াইকে আরও তীব্র করার জন্যও বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।