পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্য পৌরভোট, পৌরপ্রধান-উপপ্রধানদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা - পৌরসভা নির্বাচন 2020

সামনেই পৌরসভা ভোট ৷ রণকৌশল ঠিক করতে পৌরপ্রধান ও উপপ্রধানদের নিযে বৈঠক ডাকলেন তৃণমূল সুুপ্রিমো ৷

mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Feb 18, 2020, 2:06 AM IST

Updated : Feb 18, 2020, 3:20 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এবারে পৌরপ্রধান ও উপপ্রধানদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 20 ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে বিশেষ বৈঠক । টিকিট বণ্টন নিয়ে পৌরপ্রধান ও উপপ্রধানদের তৃণমূল সুপ্রিমো বার্তা দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল । পাশাপাশি, এই বৈঠক থেকেই পৌরপ্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নিদান দিতে পারেন বলেই খবর ।

পাখির চোখ পৌরসভা নির্বাচন । তা মাথায রেখেই একের পর এক বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত 24 জানুয়ারি তৃণমূল ভবনে পৌরভোটের টিকিট বণ্টন সংক্রান্ত একটি বৈঠক করেছিলেন তিনি । যদিও সেই বৈঠকে পৌরপ্রধান উপপ্রধানরা ছিলেন না । জেলা সভাপতিদের দিয়েই বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো । টিকিট বণ্টন নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্য এবারে পৌরপ্রধান ও উপপ্রধানদের সঙ্গে সরাসরি বসে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের সমস্ত প্রধান-উপপ্রধানদের হাজিরা থাকতে ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্দেশিকা । এমনকি, যে পৌরসভাগুলো তৃণমূলের দখলে নেই সেগুলির বিরোধী আসনে বসা ব্যক্তিদেরও ডাকা হয়েছে বৈঠকে ।

টিকিট বণ্টনের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়েও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী । পৌরভোট চলাকালীন নিয়মের বেড়াজালে কিছুটা থমকে যেতে পারে উন্নয়ন পরিষেবা । ফলে, এই স্বল্প সময়ের মধ্যে বকেয়া প্রকল্পের কাজের খতিয়ান নিয়ে তা দ্রুত শেষ করার বিষয়ে নিদান দিতে পারেন মমতা । এছাড়াও, আগামী 2 মার্চ কাউন্সিলরদের সঙ্গেও একটি বৈঠক করবেন মমতা ।

Last Updated : Feb 18, 2020, 3:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details