পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিহিংসামূলক আচরণ করছে মোদি সরকার : মুখ্যমন্ত্রী

cm

By

Published : Feb 4, 2019, 11:53 AM IST

Updated : Feb 4, 2019, 12:00 PM IST

2019-02-04 10:28:23

মমতা বন্দ্যোপাধ্যায় LIVE

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : কৃষক ও ক্ষেত মজুরদের সম্মেলন চলছে নেতাজি ইন্ডোরে। ধর্মতলার ধরনামঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • আপনাদের দুর্বলতা নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে 
  • শস্যবিমায় কেন্দ্রের টাকা নেবে না রাজ্য
  • সয়েল টেস্ট কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিয়েছি
  • কৃষকদের জন্য সবকিছু করছে রাজ্য
  • মোদিবাবু চিঠি পাঠাচ্ছেন ছবি দিয়ে, কৃষকদের জন্য ভাবছে রাজ্যই
  • নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা 
  • প্রান্তিক চাষির সংখ্যা এখানে বেশি 
  • আমরা কৃষক বন্ধু চালু করেছি 
  • সিঙ্গুরের কৃষিজমি ফিরিয়ে দিয়েছি
  • আমরা কৃষজমি নষ্ট করতে দিই না
  • অনেক কৃষক পরিবার না খেতে পেয়ে মারা গেছে 
  • কৃষক আমাদের সম্পদ, শিল্প আমাদের গৌরব
  • ২০০৬ সালে আমি কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২৬ দিনের অনশন করেছিলাম 
  • আমাদের সরকার একমাত্র সরকার যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে
  • কৃষকদের প্রতারণা করেছে
  • আমি আমার কৃষক ভাই-বোনদের বলব, দিল্লির সরকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে 
  • প্রতিহিংসামূলক আচরণ মোদি সরকারের
  • ধ্বংসাত্মক মনোবৃত্তি নিয়ে কাজ করছে 
Last Updated : Feb 4, 2019, 12:00 PM IST

For All Latest Updates

TAGGED:

livemamata

ABOUT THE AUTHOR

...view details