কলকাতা, 12 সেপ্টেম্বর: যান্ত্রিক ত্রুটির কারণে বিদেশযাত্রায় তিনঘণ্টা দেরি হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু সরকারি তরফে জানা গিয়েছে যে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময় যাত্রা শুরু হয়নি ৷ দেরি হয়ে যায় প্রায় তিনঘণ্টা ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের 12 দিনের স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন ৷ রাজ্যে বিনিয়োগ টানতেই তাঁর এই বিদেশ সফর ৷ সেখানে তিনি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন । এ দিন সকাল সাড়ে 8টায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা ছিল ।
মুখ্যমন্ত্রীর দফতরের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর বিমানযাত্রা প্রায় 3 ঘণ্টা পিছিয়ে যায় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যে বিমানে সংযুক্ত আরব আমিরশাহীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাওয়ার কথা ছিল, সেই বিমানটি দেরিতে পৌঁছয় কলকাতায় ৷ তার জেরেই এই বিপত্তি তৈরি হয় ৷
মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার রাতে তাঁর দুবাইয়ে থাকার কথা ৷ বুধবার সকালে সেখান থেকে বিমান ধরে তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছাবেন ৷ মূলত কানেন্টিং ফ্লাইট না থাকার কারণেই তাঁর দুবাইয়ে এক রাত থাকার কথা বলে জানা গিয়েছে ৷
এ দিন বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বিদেশে গিয়েছিলাম পাঁচ বছর হয়ে গিয়েছে। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল স্পেন । তারা উৎপাদন এবং অন্যান্য শিল্পে ভালো । আমরা সেখানে ব্যবসায়িক সম্মেলনে অংশ নেব ।"