কলকাতা, 19 অগস্ট: চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান । এই অবস্থায় সেখানে আটকে থাকা বাঙালিদের জন্য উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে তিনি তার এই উদ্বেগের কথা জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রায় 200 জন বাসিন্দা আফগানিস্তানে আটকে আছেন । আটকে পড়া বাংলার বাসিন্দাদের উদ্ধার করতে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এই মর্মে কেন্দ্রীয় বিদেশমন্ত্রককে চিঠি লিখে অনুরোধ করলেন তিনি ।
এখনও পর্যন্ত যা খবর, তাতে মূলত দার্জিলিং, তরাই এবং কালিম্পংয়ের কিছু মানুষ কর্মসূত্রে আফগানিস্তানে গিয়ে আটকে পড়েছেন । বিভিন্ন জেলার জেলাশাসক মারফত এই খবর নবান্নের কাছে এসেছে । এই বিষয়টি নজরে আসতেই নিজের উদ্বেগ গোপন করেননি মুখ্যমন্ত্রী । তিনি নিজে ওই পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন । একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে এদের ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ নিতে শুরু করেছেন তিনি । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারের উচিত ওদের ফিরিয়ে আনা এবং তাদের সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করা । এই মানুষগুলো যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরে আসতে পারেন সে ব্যবস্থা কেন্দ্রকে করতে হবে । সবার আগে প্রয়োজন ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি আমাদের নিশ্চিত করা ।"