কলকাতা, 9 জানুয়ারি : এই মাসেই BJP বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা ৷ দিল্লির এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ কিন্তু, বিরোধীদের বক্তব্যে আজ বিধানসভায় মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী ৷ নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বাতিলের বিষয়টি নিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী নিজের মতামত রাখতে যান ৷ আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা ৷ সঙ্গে জানিয়ে দেন, 13 তারিখের BJP-বিরোধী বৈঠকে তিনি থাকবেন না ৷ প্রধানমন্ত্রীর ধমক খেয়ে মমতা CAA বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন না মনে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ একই মত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷
সুজন চক্রবর্তীর উপর বিরক্তি প্রকাশের পর মেজাজ হারিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আপনাদের জন্যই 13 তারিখ দিল্লির বৈঠক বয়কট করছি ৷ CPI(M)-র সঙ্গে আমি নেই ৷ রাজ্য কংগ্রেস ও CPI(M)-র জন্য দিল্লি সফর বাতিল করলাম ৷" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর BJP-র সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার প্রসঙ্গটি তুলে ধরে বিরোধী বাম-কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করেন আবদুল মান্নান ৷ বলেন, "মুখ্যমন্ত্রী নির্দিষ্ট বক্তব্যর বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন ৷ বিরোধীদের ধমক দিয়েছেন ৷ BJP-কে সন্তুষ্ট করতে চাইছেন ৷ অতীতের কার্যকলাপে BJP-র সঙ্গে হাত মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ BJP-র এজেন্ডা পূরণ করতে চাইছেন তিনি ৷ এই সুযোগে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে দিল্লি না যাওয়ার অজুহাত খুঁজছেন ৷"