পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর ধমকেই বৈঠক বয়কট মমতার, বলছেন সুজন-মান্নান - কলকাতা

নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে চলতি মাসের 13 তারিখ দিল্লিতে আয়োজন করা হয়েছে একটি বৈঠকের ৷ বৈঠকে উপস্থিত থাকার কথা BJP-বিরোধী রাজনৈতিক দলগুলির ৷ কিন্তু, এই বৈঠকে থাকবেন না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "রাজ্য কংগ্রেস ও CPI(M)-র জন্য দিল্লি সফর বাতিল করলাম ৷" তবে, প্রধানমন্ত্রীর ধমকেই মমতা বৈঠকে যোগ দিচ্ছেন না বলে মনে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷

প্রধানমন্ত্রীর ধমকেই বৈঠক বাতিল মমতার
প্রধানমন্ত্রীর ধমকেই বৈঠক বাতিল মমতার

By

Published : Jan 9, 2020, 5:54 PM IST

Updated : Jan 9, 2020, 6:48 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : এই মাসেই BJP বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা ৷ দিল্লির এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ কিন্তু, বিরোধীদের বক্তব্যে আজ বিধানসভায় মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী ৷ নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বাতিলের বিষয়টি নিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী নিজের মতামত রাখতে যান ৷ আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা ৷ সঙ্গে জানিয়ে দেন, 13 তারিখের BJP-বিরোধী বৈঠকে তিনি থাকবেন না ৷ প্রধানমন্ত্রীর ধমক খেয়ে মমতা CAA বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন না মনে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ একই মত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷

সুজন চক্রবর্তীর উপর বিরক্তি প্রকাশের পর মেজাজ হারিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আপনাদের জন্যই 13 তারিখ দিল্লির বৈঠক বয়কট করছি ৷ CPI(M)-র সঙ্গে আমি নেই ৷ রাজ্য কংগ্রেস ও CPI(M)-র জন্য দিল্লি সফর বাতিল করলাম ৷" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর BJP-র সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার প্রসঙ্গটি তুলে ধরে বিরোধী বাম-কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করেন আবদুল মান্নান ৷ বলেন, "মুখ্যমন্ত্রী নির্দিষ্ট বক্তব্যর বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন ৷ বিরোধীদের ধমক দিয়েছেন ৷ BJP-কে সন্তুষ্ট করতে চাইছেন ৷ অতীতের কার্যকলাপে BJP-র সঙ্গে হাত মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ BJP-র এজেন্ডা পূরণ করতে চাইছেন তিনি ৷ এই সুযোগে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে দিল্লি না যাওয়ার অজুহাত খুঁজছেন ৷"

ধানমন্ত্রীর ধমক খেয়ে মমতা CAA বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন না মনে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান

রাজ্যে অন্য সরকার থাকলেও BJP-র কাছে পশ্চিমবঙ্গ হৃদয় রাজ্য বলে কটাক্ষ করেন আবদুল মান্নান ৷ বলেন, "ক'দিন পরে যদি প্রধানমন্ত্রী একটা থাপ্পড় দিয়ে দেন ৷ ধমকানি দিয়ে দেন ৷ যদি বলেন, বিধানসভায় আমার বিরুদ্ধে আলোচনা হচ্ছে ! অসমে তাদের সরকার আছে, তারপরও অসমবাসীরা প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর হুমকি দিয়েছে ৷ বাধ্য হয়ে সব সভা বয়কট করেছে ৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে পারছেন না ৷ আর আমাদের রাজ্য তো তাঁদের হৃদয় রাজ্য ৷ এখানে অন্য সরকার থাকার পরও তাঁরা আসতে পারছেন ৷ মুখ্যমন্ত্রী এগুলোকে স্বাগত জানাবেন ৷ মুখ্যমন্ত্রী আমাদের ধমক দিলেন ৷ 13 তারিখ যাবেন না বললেন ৷ অজুহাত খুঁজছিলেন বৈঠকে না যাওয়ার ৷"

BJP-বিরোধী হিসেবে বিশ্বাসযোগ্য হলে 13 তারিখের বৈঠক কেন বয়কট করবেন মমতা ? প্রশ্ন করেন সুজন চক্রবর্তী ৷ সঙ্গে বলেন, "বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দিল্লিতে BJP-বিরোধী দলগুলোর বৈঠক বয়কট করছেন ৷ কেউ সত্যিই BJP-বিরোধী হলে, এই বৈঠক বয়কট করতে পারেন না ৷ কেন কাল বনধ সফল হয়েছে, সেই দুঃখে দিল্লি যাবেন না ৷ এটা ছেলেমানুষি না সেয়ানাগিরি ? তৃণমূল ছাড়া সব BJP-বিরোধী দলগুলো বনধ সমর্থন করেছে ৷ তিনি বাহানা খুঁজছিলেন সভা বয়কট করার ৷"

Last Updated : Jan 9, 2020, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details