কলকাতা, 11 জানুয়ারি: আবার বাড়ছে করোনা। বাংলায় এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ নাগরিককে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কোনও নির্দেশিকা জারি না-করে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বললেন তিনি।
বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ সেখানেই করোনা নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন সাধারণ মানুষ জনবহুল এলাকায় গেলে মাস্ক ব্যবহার করুন সতর্কতার স্বার্থে। একইসঙ্গে বেসরকারি হাসপাতালের কাছে তাঁর অনুরোধ বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালগুলি যাতে ঠিকমতো জীবাণুমুক্ত করা যায় সেদিকে নজর দিতে হবে। প্রাইভেট নার্সিংহোমগুলোর কারণে কিছু কিছু জায়গায় ইনফেকশন ছড়াচ্ছে মনে করছেন মুখ্যমন্ত্রী। তাই সাধারণ মানুষকে সম্ভব হলে মাস্ক ব্যবহার করতে বলেছেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ইতিমধ্যেই আমেরিকার কিছু কিছু জায়গায় আবার করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে ৷ আমাদের দেশের কেরলেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে করোনা ভয়ের কারণ না-হলেও যাদের কোমর্বিডিটি আছে, ইমিউনিটি কম তারা মাস্ক ব্যবহার করুন।" এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "করোনা বহু মানুষের জীবন নিয়েছে ৷ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও বড় আঘাত এনেছে। এখনই কোনও সতর্কতার কথা বলা হচ্ছে না। শুধু বলছি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।"
এদিন সাংবাদিকদের উদ্দেশ্যও একই নীতি মেনে চলার কথা বলেন মমতা। বিগত সময়ে করোনা আপনাদের অনেক সহকর্মীর প্রাণ নিয়েছে। সাংবাদিক থেকে পুলিশকর্মীরা অনেকেই তাঁদের সহকর্মীকে হারিয়েছেন, তাই আগেভাগে সতর্ক হোন। সম্প্রতি, দেশের বিভিন্ন অংশে করোনা পরিস্থিতি কিছুটা হলেও জোরালো হয়েছে। সেইদিকে খেয়াল রেখেই করোনা নিয়ে বিভিন্ন সময়ে সতর্কতা জারি করেছে বিভিন্ন রাজ্য প্রশাসন। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে জেএন 1 প্রকৃতির করোনা সংক্রমণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আর তাতেই সতর্ক হতে হয়েছে প্রশাসনকে। মুখ্যমন্ত্রী সে দিকেই সম্ভবত দৃষ্টি আকর্ষণ করছেন।
আরও পড়ুন:
- বাংলার তিন শাড়ির জিআই প্রাপ্তি নিয়ে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার
- গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতির দাবিতে মোদিকে চিঠি মমতার
- লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত স্তরে বড় নিয়োগে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার