কলকাতা, 26 অক্টোবর: দুর্গাপুজোর পর বিজয়ার শুভেচ্ছা জানাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার বার্তা দিয়েছেন । তিনি বলেন, ‘‘যা চলছে এটা দেশের সাংবিধানিক পরম্পরা নয় । এভাবে আমাদের মন্ত্রীদের বিরক্ত করতে পারেন না । আমার রাজ্য আর মন্ত্রিসভায় নাক গলাবেন না ।’’
প্রসঙ্গত, অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে রাজ্যপালের মাধ্যমে সমান্তরাল শাসন চালানোর অভিযোগ তুলেছেন । এ দিন তাঁর মূল উদ্দেশ্য রাজ্যের মন্ত্রীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে হেনস্থার বিষয়ে হলেও ঘুরিয়ে সেই সরকার ও মন্ত্রিসভায় হস্তক্ষেপের অভিযোগই তুললেন মমতা ।
এ দিন সাংবাদিক বৈঠকের শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী । তিনি এই কেন্দ্রীয় সংস্থার তদন্তকে রাজ্যকে হেনস্থার প্রয়াস হিসেবে দেখছেন । একে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন তিনি ।
মমতা বলেন, ‘‘মানুষ খাবে কী তার চিন্তা নেই ? চায় সব বিজেপির নামে চলুক । একমাত্র থাকবে বিজেপি । বাকি রাজনৈতিক দলকে শেষ করে দেবে এরা । তোমাদের সাহস থাকলে লড়াই করো । তার বদলে ভোটের আগে বাড়ি বাড়ি অভিযান । এসব চললে আমাদের কাছেও অনেক তথ্য আছে । পেনড্রাইভ আছে । আমরাও করতে পারি ৷ তবে করি না । আপনারা কাগজ বানিয়ে বদনাম করতে এসব করেন । আমাদের কাছে প্রমাণ আছে । রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা । সাংবিধানিক চেয়ারকে সম্মান করি । তাই চুপ করে আছি ।’’
এ দিন নাম না করে বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘রাজনৈতিক লড়াই করো । প্যাথলজিক্যাল লায়ার হয়ো না । দেশ থেকে কত শিল্পপতি চলে গেল ।’’ একই সঙ্গে বিচার ব্যবস্থা নিয়ে মমতা বলেন, ‘‘আমরা বিচারবিভাগকে সম্মান করি । সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না । কিন্তু লোয়ার কোর্টে কিছু কিছু ক্ষেত্রে বিজেপি থেকে নির্দেশ আসছে । ওদের কথা না শুনলে সরিয়ে দেবে । চিফ জাস্টিস হতে চাইলে 75 দিন নষ্ট করে দেবে । এসব চলছে দেশে ।’’
এরপরই প্রধানমন্ত্রী প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘সম্মানীয় প্রধানমন্ত্রী দয়া করে দেখুন । যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করুন । যা চলছে এটা দেশের সাংবিধানিক পরম্পরা নয় । এসব থামান । এমনটা চলতে পারে না । এভাবে আমাদের মন্ত্রীদের বিরক্ত করতে পারেন না । আমার রাজ্য আর মন্ত্রিসভায় নাক গলাবেন না ।’’
আরও পড়ুন:পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী