পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: সোমে চার দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, দার্জিলিংয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ফের দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁর 4 দিনের পাহাড় সফর ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 4, 2023, 10:05 PM IST

কলকাতা, 4 জুন:আবার পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামিকাল অর্থাৎ সোমবার চারদিনের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের । আরও একবার তাঁর গন্তব্য দার্জিলিং । যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড় সফর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে জানানো হয়নি । তবে এবার তাঁর এই পাহাড় সফরে সেখানকার চা শিল্প নিয়ে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী ।

চায়ের পাশাপাশি পাহাড়ে অন্য শিল্পের বিকাশে কী করা যায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে দার্জিলিংয়ের ভানুভবনে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠকে বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । আগামী বুধবার এই বৈঠক হওয়ার কথা । প্রসঙ্গত, পাহাড়ে বিগত দুটি লোকসভা নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সামনে বছর লোকসভা নির্বাচন ৷ তাই আরও একবার এই ভোটকে সামনে রেখে পাহাড়ে সক্রিয় বিরোধীরা । বিশেষ করে এই মুহূর্তে বিজেপি গোর্খাল্যান্ডের জিগির তুলে আরও একবার ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মূলত নিজের ভোটকে নিশ্চিত করতে ।

এছাড়াও পাহাড়ের আনাচে-কানাচে আরও একবার গোর্খাল্যান্ডের দাবিতে সরব সেখানকার রাজনৈতিক দলগুলি ৷ এমতাবস্থায় রাজ্য সরকার ও জিটিএর কাছে জনমত তাদের দিকে টানার অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে উন্নয়ন । দীর্ঘদিন ধরে পাহাড়ে চলা সমস্যাগুলি নিয়ে সরাসরি আলোচনা করা প্রয়োজন । মনে করা হচ্ছে সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ লক্ষ্য করা যেতে পারে ।

আরও পড়ুন: মণিপুরের জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ শাহের

মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠক পাহাড়ি রাজনীতির জন্য একটি ট্রাম্প কার্ড হতে চলেছে । যদি এই শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পাহাড়ে বিনিয়োগের বিষয়ে বড় কোনও আশ্বাস পাওয়া যায় সে ক্ষেত্রে তার প্রভাব অবশ্যই পাহাড়ি রাজনীতিতে পড়বে । বিশেষ করে দার্জিলিং, তরাই, ডুয়ার্সের চা বাগানগুলিকে ধুঁকতে থাকা অবস্থা থেকে বাঁচাতে রাজ্য সরকার যে ভাবনা তা এই বৈঠকে আলাদা করে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে চা বাগান গুলিতে যদি বড়সড় বিনিয়োগ আসে তা পাহাড়ের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ৷ আর সেই জায়গা থেকেই সোমবার থেকে শুরু হতে চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে । এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিক পাহাড় সফর থেকে আগামী লোকসভা নির্বাচনে কোনও ইতিবাচক লাভ ঘরে তুলতে পারে কি না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details