কলকাতা, 16 জানুয়ারি: দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা নিয়ে যে প্রস্তাব রেলের তরফে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই সরব হন ৷ তিনি রেলের চিঠির কথা উল্লেখ করে বলেন, ‘‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে পূর্ত দফতরের সচিবকে চিঠি দিয়েছে ৷ সেখানে স্কাইওয়াক ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে ৷ না হলে রেল পরবর্তী পদক্ষেপ করবে ৷’’
এর পরই তিনি হুঁশিয়ারি দেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ মমতা বলেন, ‘‘ধর্মস্থান নিয়ে বড় বড় কথা বলে ৷ বলত, আমি দুর্গাপুজো করতে দিই না ৷ আগে বলত, সরস্বতী পুজো করতে দিই না ৷ আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’
এর পর তিনি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি নিয়ে বিস্তারিত বলেন ৷ সেখানে তিনি জানান, দক্ষিণেশ্বরে অনেক সমস্যা ছিল ৷ তার মধ্যে হকার সমস্যা ছিল ৷ অনেক সাধারণ মানুষও সেখানে ছিলেন ৷ তাছাড়া আদালতে মামলাও হয় ৷ সেই মামলায় পরে জয়ী হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওখানে অনেক হকার ছিল ৷ অনেক সাধারণ মানুষ ছিলেন ৷ তাঁদের সবাইকে আমি বুঝিয়ে, বিকল্প ব্যবস্থা করে, অনেক কষ্ট করে, দক্ষিণেশ্বর মন্দিরের যানজট কাটাতে স্কাইওয়াক করেছিলাম ৷ এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তোর মতো ৷’’
এই প্রসঙ্গে তিনি তাঁর রেলমন্ত্রিত্বের প্রসঙ্গ তোলেন ৷ সেই সময় কী কী প্রকল্প হয়েছে, সেই কথা উল্লেখ করেন ৷ পশ্চিমবঙ্গে মেট্রো রেলের যে প্রকল্পগুলি চলছে, সেগুলি যে তাঁর সময়ে পরিকল্পনা করা হয়েছিল, সেই কথাও তিনি জানিয়েছেন ৷ তিনি জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রাথমিক পরিকল্পনায় বড়বাজার দিয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু মানুষের ক্ষতি হবে বলে রুট বদল করানো হয় ৷
পাশাপাশি অন্যান্য মেট্রো প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ করেন ৷ বিভিন্ন প্রকল্পে বিভিন্ন হেরিটেজ ভাঙার কথা মেট্রো বলছে বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি মমতা জানান, তিনি কেন্দ্রীয় সরকারে মন্ত্রী ছিলেন ৷ এখন মুখ্যমন্ত্রী ৷ ফলে প্রশাসনের তাঁর বিস্তারিত জ্ঞান রয়েছে ৷ তাই তাঁর কাছে সহযোগিতা চাইলে, বৈঠকে বসতে চাইলে, তিনি সমস্যার সমাধান করে দেবেন ৷
আরও পড়ুন:
- রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার
- শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য, মোদিকে জানালেন মমতা
- 'এক দেশ এক ভোট' নীতির সঙ্গে সহমত নন মমতা, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর