কলকাতা, 23 নভেম্বর: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর থেকেই বিরোধীদের মুখে শ্বেতপত্র প্রকাশের দাবি শোনা যাচ্ছে । বৃহস্পতিবার নিজে থেকেই বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের খতিয়ান নিয়ে বিরোধীদের মিথ্যে প্রচারের জবাব দিতে রাজ্যের মুখ্যসচিবকে শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মুখ্যসচিবকে বলেছি একটা শ্বেতপত্র তৈরি করে ওদের হাতে দিয়ে দিতে - যারা টিভি চ্যানেলে বসে কাঁদে ।’’
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে এবারের বিশ্ব বঙ্গ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেন । তিনি বলেন, ‘‘যাঁরা বলেন শিল্প সম্মেলনে কিছুই তো হয় না ! কিছুই হয় না...তাদের বলে রাখি, ছয়টি শিল্প সম্মেলন থেকে 15 লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে । এর মধ্যে 10 লক্ষ কোটি টাকার প্রস্তাব বাস্তবায়িত হয়ে গিয়েছে ইতিমধ্যেই । বাকি প্রস্তাবগুলিও প্রক্রিয়ায় রয়েছে । একটু জেনে কথা বলুন ।’’
তিনি আরও বলেন, ‘‘গতকাল (বুধবার) সপ্তম শিল্প সম্মেলন হয়েছে । এবারের শিল্প সম্মেলন অভাবনীয় সাফল্য পেয়েছে । তাতে 3 লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ।’’ এখানেই শেষ নয়, রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘আমাদের জিএসডিপি চারগুণ বেড়েছে । কেন্দ্র টাকা না দেওয়া বা এত সামাজিক কর্মসূচি চলা সত্ত্বেও আমাদের রাজস্বও বেড়েছে চার গুণ । মোট বাজেট বরাদ্দ বেড়েছে 3.8 শতাংশ । ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে নয় গুণ ।’’