পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য, বিরোধীদের অভিযোগের জবাব দিয়ে জানালেন মমতা - বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

Mamata Banerjee on BGBS 2023: সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিল বিরোধীরা ৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ইতিমধ্য়েই মুখ্যসচিবকে এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা বলে দিয়েছেন ৷ এছাড়া রাজ্য়ে বিনিয়োগ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিয়েছেন তিনি ৷

Mamata Banerjee on BGBS 2023
Mamata Banerjee on BGBS 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 5:48 PM IST

Updated : Nov 24, 2023, 7:12 AM IST

কলকাতা, 23 নভেম্বর: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর থেকেই বিরোধীদের মুখে শ্বেতপত্র প্রকাশের দাবি শোনা যাচ্ছে । বৃহস্পতিবার নিজে থেকেই বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের খতিয়ান নিয়ে বিরোধীদের মিথ্যে প্রচারের জবাব দিতে রাজ্যের মুখ্যসচিবকে শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মুখ্যসচিবকে বলেছি একটা শ্বেতপত্র তৈরি করে ওদের হাতে দিয়ে দিতে - যারা টিভি চ্যানেলে বসে কাঁদে ।’’

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে এবারের বিশ্ব বঙ্গ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেন । তিনি বলেন, ‘‘যাঁরা বলেন শিল্প সম্মেলনে কিছুই তো হয় না ! কিছুই হয় না...তাদের বলে রাখি, ছয়টি শিল্প সম্মেলন থেকে 15 লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে । এর মধ্যে 10 লক্ষ কোটি টাকার প্রস্তাব বাস্তবায়িত হয়ে গিয়েছে ইতিমধ্যেই । বাকি প্রস্তাবগুলিও প্রক্রিয়ায় রয়েছে । একটু জেনে কথা বলুন ।’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল (বুধবার) সপ্তম শিল্প সম্মেলন হয়েছে । এবারের শিল্প সম্মেলন অভাবনীয় সাফল্য পেয়েছে । তাতে 3 লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ।’’ এখানেই শেষ নয়, রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘আমাদের জিএসডিপি চারগুণ বেড়েছে । কেন্দ্র টাকা না দেওয়া বা এত সামাজিক কর্মসূচি চলা সত্ত্বেও আমাদের রাজস্বও বেড়েছে চার গুণ । মোট বাজেট বরাদ্দ বেড়েছে 3.8 শতাংশ । ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে নয় গুণ ।’’

মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, শিল্প সম্মেলনের এই বিনিয়োগ থেকে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে । এছাড়া ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই-তেই এক কোটি 36 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে । রাজ্যে ছোট-মাঝারি-ক্ষুদ্র শিল্পের 900 ইউনিট রয়েছে । নতুন ক্লাস্টার তৈরি হয়েছে 602টি ।

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ নিয়েও পরিসংখ্যান তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘আগে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরি করতে ছেলেমেয়েরা বেঙ্গালুরু চলে যেত । এখন বাংলা অনেক এগিয়ে রয়েছে । এখানে 2800 তথ্য-প্রযুক্তি সংস্থায় 2 লক্ষের বেশি কর্মী রয়েছেন । টিসিএস, উইপ্রো, কগনিজ্যান্ট, এরিকসন, ক্যাপসেজিমিনির মতো সংস্থা রয়েছে রাজ্যে । বানতলা লেদাক কমপ্লেক্সে উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর একাধিক সংস্থা রয়েছে । সেখানে 5 লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনে আরও 5 লক্ষ কর্মসংস্থান হবে ।’’

এ দিন রাজ্যে শিল্পের সাফল্যের পাশাপাশি সতর্কবাণীও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । তিনি স্পষ্ট ভাষায় দলীয় বিধায়ক ও কর্মী-নেতাদের জানিয়ে দিয়েছেন দলের কর্মীদের জন্য কোনও কারখানার গেট বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর যেন আমার কানে না আসে ।’’

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
  2. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
  3. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার
Last Updated : Nov 24, 2023, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details