কলকাতা, 31 জুলাই: খারিজি মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিতে চায় পশ্চিমবঙ্গ সরকার ৷ তাই রাজ্যজুড়ে খারিজি মাদ্রাসাগুলির পরিকাঠামো নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ সোমবার বিধানসভায় এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করছে ৷ ওই কমিটি আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ তার পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ৷
এ দিন বিধানসভার বাদল অধিবেশনে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘আমি যেটা বলতে চাই ৷ আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যস্তরের একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করা হবে ৷ তারা পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসা সম্পর্কে সমীক্ষা করবে ৷ লক্ষ্য থাকবে - সেখানে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করা, পড়ুয়াদের সামগ্রিক মানোন্নয়ন ৷ এই কমিটিতে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি প্রতিনিধি ও স্থানীয় মুসলিম সমাজের প্রতিনিধিরা থাকবেন ৷ ছ’মাসের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করবে ৷ রাজ্য সরকার চাইছে সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারে ৷’’
খারিজি মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য: এ দিন বিধানসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতর সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে একাধিক কথা বলেন ৷ সেই সময়ই এই খারিজি মাদ্রাসার প্রসঙ্গ তোলেন ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে অনেক খারিজি মাদ্রাসা আছে ৷ এই মাদ্রাসাগুলি সরকারের আওতাভুক্ত নয় ৷ তারা নিজেদের পয়সায় নিজেরা চলে ৷
আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর, মুলতুবি প্রস্তাবে আলোচনা চেয়ে ওয়াক আউট বিজেপির