পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: খানিক সুস্থ হয়ে ভোট প্রচারে ফিরছেন মমতা, অনুব্রতহীন বীরভূমে সোমে করবেন ভার্চুয়াল সভা - panchayat election campaign

সোমবার থেকে ফের পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বীরভূমে করবেন ভার্চুয়াল সভা ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 2, 2023, 4:46 PM IST

কলকাতা, 2 জুলাই:অকস্মাৎ চোট পাওয়ায় নিতে হয়েছিল কয়েকদিনের বিরতি ৷ বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাই ফের পঞ্চায়েত ভোটের প্রচারপর্বে ফিরতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবার চিকিৎসকদের পরামর্শ মেনে সরাসরি আর কোনও সভায় যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ৷ কলকাতা থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সভায় বক্তব্য রাখবেন মমতা ৷ সোমবার থেকেই তাঁর এই প্রচারপর্ব শুরু হচ্ছে বীরভূম জেলা দিয়ে ৷

2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের এবারের পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলি ৷ এবারের পঞ্চায়েত ভোটে আরও ভালো ফলের লক্ষ্যে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গত সপ্তাহ থেকেই প্রচার শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু জলপাইগুড়ি থেকে বাগডোগড়ায় ফেরের পথে হেলিকপ্টার বিপত্তির পর এই মুহূর্তে নিজেকে গৃহবন্দিই রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী । আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে তিনি জেলা সফর করে আর ভোট প্রচারে নামতে পারছেন না ৷

তবে, নিজে সশরীরে কোনও দলীয় জনসভায় উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমেই প্রচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রচারপর্ব শেষ হতে বাকি আর এক সপ্তাহ ৷ তাই প্রচারে ফিরছেন মুখ্যমন্ত্রী ৷ চিকিৎসকের পরামর্শে ও চিকিৎসায় বর্তমানে তাঁর পা এবং কোমরে চোটের উন্নতি হলেও সরাসরি জেলায় গিয়ে সভা করার অনুমতি পাননি মুখ্যমন্ত্রী ৷ তাই কলকাতা থেকেই ভার্চুয়ালি পঞ্চায়েতের প্রচার চালাবেন মমতা ।

এই মুহূর্তে তাঁর হাতে থাকা জেলা বীরভূম জেলার খয়রাশোলে আগামীকাল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যতটুকু খবর, সোমবার দুপুর তিনটেয় এই সভায় যোগ দেবেন তিনি । দলীয় সূত্রে খবর, আগামীকাল বীরভূমের খয়রাশোলে তৃণমূল কংগ্রেসের বিশাল সভা রয়েছে । সেই সভাতেই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় । অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এবারই প্রথম বীরভূমে ভোটযুদ্ধে নামতে চলেছে রাজ্যের শাসকদল ৷ এই জেলার দলীয় সংগঠন দেখার দায়িত্ব খোদ নিজে নিয়েছেন মমতা ৷ তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি ৷

আরও পড়ুন:24 জুলাই রাজ্যসভার ভোট, কারা হবেন তৃণমূলের প্রার্থী ? জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত উত্তরবঙ্গে প্রচারে গিয়ে আহত হওয়ার পর এতদিন চিকিৎসা চলছিল মুখ্যমন্ত্রীর । প্রথমে এসএসকেএমে গিয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নেন । তারপর বাড়িতেই চলছে তাঁর চিকিৎসাপর্ব ৷ এই সময় নিয়মিত ফিজিওথেরাপি হয়েছে তাঁর । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি । সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল বীরভূমে তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি প্রচারে যোগ দেবেন । ভুলে গেলে চলবে না এই মুহূর্তে বীরভূমে জেলা সভাপতি অর্থাৎ অনুব্রত মণ্ডল দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন । অন্যান্য জেলায় সাংগঠনিকভাবে পঞ্চায়েতের প্রচারের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের মধ্যে ভাগ করে দিলেও এই জেলায় প্রচারের দায়িত্ব নিজের কাছেই রেখেছিলেন তিনি । আগে থেকেই ঠিক ছিল দক্ষিণবঙ্গে প্রচারে বীরভূমে যাবেন তৃণমূল নেত্রী । তবে এবার সেই সুযোগ না থাকায়, ভার্চুয়াল মাধ্যমেই কেষ্টর জেলায় প্রচারে ঝাঁপাচ্ছেন মমতা ৷

ABOUT THE AUTHOR

...view details