পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান নিয়ে প্রথমবার মুখ খুলে মুখ্যমন্ত্রী জানালেন তদন্ত চলছে - শেখ শাহজাহান

Mamata Banerjee: সন্দেশখালির শেখ শাহজাহান নিয়ে বৃহস্পতিবার প্রশ্নের মুখোমুখি হতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে তদন্ত চলছে বলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 7:39 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ এমনকী, আদালতের চৌহদ্দির বাইরে বিচারপতির করা কোনও মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তিনি দেবেন না বলে এ দিন স্পষ্ট করে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে যায় ইডি ৷ তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী৷ সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে আক্রান্ত হন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সেই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি ৷

এই নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷ তৃণমূলের তরফে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি ৷ গঙ্গাসাগরে গিয়ে তিনি এই কথা বলেননি ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগরে প্রশাসনিক সভা থেকেও তিনি কোনও কথা বলেননি ৷

স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল যে সন্দেশখালির ঘটনা নিয়ে নীরব কেন মুখ্যমন্ত্রী ? বিজেপিও একই প্রশ্ন তুলেছিল ৷ পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘শাহজাহানে বিষয় নিয়ে যেহেতু তদন্ত চলছে, তাই আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না ।’’

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ তাছাড়া আদালতের চৌহদ্দির বাইরেও তাঁকে একাধিক বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে ৷ সেই নিয়েও এ দিনের সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবার কি আপনারা চাইছেন আমি বিচারপতিদের নিয়েও আমি মন্তব্য করি । সেটি হবে না ।’’

এদিকে সন্দেশখালির ঘটনার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ এখনও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি । এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত ৷ কিন্তু তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করতে চাইলেন না ৷

এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বক্তব্যের অনুসারী হিসেবেই দেখছে রাজনৈতিক মহল । কারণ, আগেই ডিজি জানিয়েছিলেন, যারা আইন ভেঙেছে, পুলিশের তদন্তের কাজে বাধা দিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন:

  1. রাজভবনে মুখ্যসচিব বিপি গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, বৈঠক সন্দেশখালি নিয়ে
  2. আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা
  3. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের

ABOUT THE AUTHOR

...view details