কলকাতা, 15 মার্চ:বুধবার নবান্নে পৌঁছে আচমকাই মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Surprise Visit)। সেখানে পৌঁছে দফতরে কম হাজিরা দেখে এক রকম উষ্মা প্রকাশ করলেন তিনি (Department of Home and Hill Affairs)।
এ দিন নবান্নে (Mamata Banerjee Latest News) পৌঁছেই আচমকা চারতলার স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের কর্মীদের ঘর যেখানে, সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । সম্ভবত তাঁর কাছে আগে থেকেই খবর ছিল যে, এ দিন নবান্নের ওই দফতরে সরকারি কর্মীদের হাজিরা পর্যাপ্ত নয় । জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন তখন সেখানে 25 শতাংশ কর্মী উপস্থিত ছিলেন । মুখ্যমন্ত্রী জানতে চান এত কম হাজিরা কেন ? এমনিতেই আজকের দিনটায় কোনও ছুটি নেই । সাধারণ কাজের দিনে সরকারি কর্মচারীদের হাজিরা এত কম হওয়া নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন তিনি ।
ওই মুহূর্তে উপস্থিত কর্মীদের কাছে তিনি জানতে চান কম হাজিরার কারণ জানতে চান । তিনি এও জানতে চান, এত কম লোকে সরকারের কাজ চলবে কীভাবে ! মুখ্যমন্ত্রী দেখেন, বহু কর্মীর টেবিলে ফাইল জমে রয়েছে । মুখ্যমন্ত্রী জানতে চান হঠাৎ করে এত ফাইল জমে রয়েছে কেন ? কর্মীরা তাঁদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যে তাতে খুশি হয়েছেন এমনটা নয় ।