পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Netaji Birth Anniversary Stunt: 23 জানুয়ারির চমক দিলেন মমতা, একই মঞ্চে হাজির সুগত বসু ও চন্দ্র বসু - নেতাজির জন্মজয়ন্তী

23 জানুয়ারির চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Netaji Birth Anniversary Stunt)৷ রেড রোডে নেতাজি স্মরণের অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হলেন সুগত বসু ও চন্দ্র বসু (Sugata Bose and Chandra Bose)৷

Sugata Bose and Chandra Bose ETV Bharat
সুগত বসু ও চন্দ্র বসু

By

Published : Jan 23, 2023, 3:48 PM IST

কলকাতা, 23 জানুয়ারি:এতদিন এ রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার ছিল দুই ভাগে বিভক্ত । নেতাজি 126তম জন্মবার্ষিকীতে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Netaji Birth Anniversary Stunt)। একই মঞ্চে তিনি হাজির করলেন সুগত বসু, সুমন্ত্র বসু এবং চন্দ্র বসুকে (Sugata Bose and Chandra Bose)।

সরকারের নেতাজি স্মরণে এক মঞ্চে বসু পরিবার: এতদিন নেতাজির পরিবারকে রাজনীতির মূলধারায় জড়িত হতে দেখা গিয়েছে । বিশিষ্ট শিক্ষাবিদ তথা নেতাজির প্রপৌত্র সুগত বসু ও তাঁর মা কৃষ্ণা বসু তৃণমূল কংগ্রেসের সাংসদ পর্যন্ত হয়েছেন । অন্যদিকে, চন্দ্র বসু ছিলেন বিজেপির দিকে । কিন্তু সোমবার দু'পক্ষই হাজির ছিলেন রাজ্য সরকার আয়োজিত নেতাজি স্মরণ মঞ্চে । শুধু হাজির থাকা নয়, নেতাজির আদর্শকে না মেনে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের কোনও অর্থ হয় না বলে আরএসএস এবং বিজেপি নেতাদের খোঁচাও দিয়েছেন চন্দ্র বসু ।

ভাগবতের অনুষ্ঠানে গরহাজির চন্দ্র বসু: প্রসঙ্গত, সোমবার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ মিনারের পাদদেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সংঘপ্রধান মোহন ভগবত । অথচ সেই অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপি নেতা তথা বসু পরিবারের এই সদস্যকে ।

রেড রোডে নেতাজির তিন প্রপৌত্র: বেলা বারোটায় সরকার আয়োজিত নেতাজি স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন নেতাজির তিন প্রপৌত্র সুগত বসু, সুমন্ত্র বসু এবং চন্দ্র বসু । স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি চন্দ্র বসু শিবির বদল করছেন ? নাম লেখাবেন ঘাসফুল শিবিরে ? যদিও এর জবাব স্পষ্ট ভাষায় দিয়েছেন চন্দ্র বসু । তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয় । সরকারের অনুষ্ঠান । সরকারের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আমি আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছি । যেহেতু শহীদ মিনারে আমাকে দেখা যায়নি, খুব স্বাভাবিক সেখানে আমি আমন্ত্রিত ছিলাম না ।"

আরও পড়ুন:দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার, তোপ যোজনা কমিশন নিয়েও

বিতর্ক বাড়ালেন চন্দ্র বসু: সাম্প্রতিক অতীতে চন্দ্র বসু এবং বিজেপির সম্পর্ক ভালো যাচ্ছে না । বিভিন্ন সময় দলের উলটো পথে গিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছে বিজেপি । এ দিন সরাসরি সরকারি মঞ্চে হাজির হয়ে সেই বিতর্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন চন্দ্র বসু ।

চন্দ্র বসু কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? এ দিন অবশ্য সরাসরি চন্দ্র বসুকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কি না । সে বিষয়ে তিনি অবশ্য কোনও মন্তব্য করেননি । তবে একাধিক বিষয়ে সমালোচনা এবং যেভাবে আরএসএস ও বিজেপির কর্মসূচিকে খোঁচা দিয়েছেন তিনি, তাতে মনে করা হচ্ছে তাঁর তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা ।

ABOUT THE AUTHOR

...view details