পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: রেলের ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি মমতার - কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে

কাটোয়া-আজিমগঞ্জ লাইনে রেলের বর্ধিত ভাড়া কমানোর দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Etv Bharat
রেলমন্ত্রীকে চিঠি মমতার

By

Published : May 18, 2023, 10:38 PM IST

Updated : May 19, 2023, 12:18 AM IST

কলকাতা, 18 মে:ট্রেনের ভাড়া কমানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সরাসরি রেলমন্ত্রীকে চিঠি লিখে ভাড়া কমাতে বললেন মুখ্যমন্ত্রী ৷ কাটোয়া-আজিমগঞ্জ শাখায় রেলের ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার সরাসরি রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা ৷

তিনি প্রাক্তন রেলমন্ত্রী। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীনও ভাড়া বাড়ানোয় তাঁর সায় ছিল না ৷ ভাড়া বৃদ্ধির জেরে নিজেরই দলের সাংসদ দীনেশ ত্রিবেদীকে সরিয়ে রাতারাতি মুকুল রায়কে রেলমন্ত্রী করে দিয়েছিলেন মমতা ৷ এই অবস্থায় কাটোয়া-আজিমগঞ্জ লাইনে রেলের বর্ধিত ভাড়া কমানোর দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, করোনা কালে এই কাটয়া-আজিমগঞ্জ শাখায় রেলের ভাড়া 10 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছিল। এই বর্ধিত ভাড়া নিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ইতিমধ্যেই যাত্রী অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাড়া কমানোর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন গত 3 মে অ্যাসোসিয়েশনের সভাপতির তরফ থেকে এই বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে একটি অনুরোধ আসে। তাদের অনুরোধের ভিত্তিতেই এদিন চিঠি লিখে কাটোয়া-আজিমগঞ্জ লাইনে রেলের ভাড়া 30 টাকা থেকে কমিয়ে ফের 10 টাকা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে থাকা গরিব মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি লিখেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর তরফে যে চিঠি লেখা হয়েছে তাতে রেলের আইনের 63 নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে গরিব মানুষের কথা ভেবে তিনি ইজ্জত নামে 25 টাকার মান্থলি চালু করেছিলেন। সেই মান্থলির কথা উল্লেখ করে তিনি রেলমন্ত্রীকে এই গরিব মানুষদের কথা বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। আসলে রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলের ভাড়া কমানোর দাবি নিয়ে রেল মন্ত্রীকে চিঠি লেখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। তাও আবার মুর্শিদাবাদের কথা মাথায় রেখেই। প্রসঙ্গত এখন দেখার রেল মন্ত্রকের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর এই হেন অনুরোধকে আদেও শেষ পর্যন্ত আমল দেওয়া হয় কি না। যদি বাংলার মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে আগামিদিনে এই লাইনে ভাড়া কমানো হয় পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তীতে লোকসভা নির্বাচনের তা তৃণমূলকে কোন বাড়তি সুবিধা এনে দেবে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত মমতা, জোরালো বিরোধী জোটের ঐক্য

Last Updated : May 19, 2023, 12:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details