মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেনে, তখনই গুরুত্বপূর্ণ বিশেষ অধিবেশন বসতে চলেছে সংসদে । বিদেশ সফরে যাওয়ার আগে এই অধিবেশনে আসা বিল নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী । বরং তিনি বলেছিলেন, কী বিল আসছে আগে দেখি, তারপরে এই নিয়ে প্রতিক্রিয়া দেব । তবে এ বার স্পেনে গিয়ে সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিল নিয়ে দলকে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার । এরপর এই নিয়ে সর্বাত্মক বিরোধিতার কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিলের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে একজন মন্ত্রীকে রাখার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার । আর কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবার সিইসি বিল বিশেষ অধিবেশনে আসছে শোনামাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মগের মুলুক নাকি ! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে ।" তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, এর পরই তিনি দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দেন । সংসদে এই বিলের বিরুদ্ধে ঝড় তোলার কথাও বলেন তিনি । এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে আদতে দেশের জুডিশিয়াল সিস্টেম বা বিচারব্যবস্থাকে বুলডোজ করতে চাইছে কেন্দ্র । আর সে কারণেই ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতার কথা বলেছেন তিনি ।