কলকাতা 24 জুন : নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার আবেদনের শুনানি কৌশিক চন্দর বেঞ্চ থেকে সরাতে পিটিশন দাখিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আইনজীবী সঞ্জয় বসু বলেন, "আমরা আগেই এই মামলা কৌশিক চন্দর বেঞ্চ থেকে সরানোর জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলাম । সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি । সেই কারণেই পিটিশন দাখিল করা হয়েছে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন কৌশিক চন্দর বেঞ্চে এই মামলার শুনানি হলে তিনি সঠিক বিচার পাবেন না ।"
এদিকে বৃহস্পতিবার এই মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে হওয়ার কথা রয়েছে । বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বৃহস্পতিবারের মামলার তালিকা প্রকাশ করা হয় ৷ সেখানে দেখা যায়, বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই রাখা হয়েছে মমতা-শুভেন্দুর মামলাটি । মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশন দাখিলের পর মামলাটি তাঁর বেঞ্চ থেকে সরানো হচ্ছে কি-না, সেই বিষয়ে এখনও নিশ্চয়তা নেই ৷