পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Felicitates Toppers: 'বাংলার ছাত্রছাত্রীরাই আগামীতে বিশ্বের গৌরব', কৃতীদের সংবর্ধনা জানিয়ে বললেন মমতা - কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, মাদ্রাসা-সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষায় রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বললেন, বাংলার পড়ুয়ারাই বিশ্বের গৌরব হতে চলেছে ৷

Mamata Felicitates Toppers
Mamata Felicitates Toppers

By

Published : Jun 1, 2023, 1:53 PM IST

Updated : Jun 1, 2023, 2:15 PM IST

কলকাতা, 1 জুন: বিভিন্ন বোর্ডের পরীক্ষায় রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সব স্কুল, শিক্ষক, প্রশাসক, অভিভাবকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপ ও এডুকেশন ইকোসিস্টেম পোর্টালের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি এ দিন বলেন, বাংলার ছাত্রছাত্রীরাই আগামী দিনে বিশ্বের গৌরব ৷

এ দিন কৃতীদের সংবর্ধনা জানানোর সময় বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন যে, "অনেকেই বাংলাকে খাটো করে দেখেন ৷ তবে তাঁরা মাথায় রাখবেন যে, বাংলার ছাত্রছাত্রীরা সব বিষয়ে উজ্জ্বল ৷ তারাই আগামীদিনে বিশ্বের গৌরব ৷"

এ দিন মুখ্যমন্ত্রী জানান, যাঁরা চিঠি দিয়ে জানিয়েছেন, টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, তাঁদের সহায়তা করবে রাজ্য সরকার ৷ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য তিনি মুখ্যসচিব ও শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ৷ এ প্রসঙ্গে শিক্ষা দফতরকে একটি লেটারবক্স চালু করার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷ যাঁদের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন, তাঁদের আবেদনপত্র সেই লেটারবক্সে জমা দিতে বলেন তিনি ৷ আর শিক্ষা দফতরকে দ্রুততার সঙ্গে সেই আবেদনে সাড়া দিতে বলেছেন মমতা ৷ তিনি জানান, ছাত্রছাত্রীরা এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লাখ টাকা করে পেতে পারেন ৷ এ জন্য গ্যারান্টার থাকবে রাজ্য সরকার ৷

ছাত্রছাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী

এ দিন তিনি তুলে ধরেন নয়া শিক্ষানীতির প্রসঙ্গ ৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় শিক্ষা নীতির নয়া নিয়ম মেনে এখন থেকে স্নাতক স্তরে অনার্স কোর্সের জন্য তিন বছরের বদলে চার বছর পড়তে হবে ৷ যদিও পাস কোর্সে স্নাতক হতে পড়তে হবে তিন বছর ৷ তবে স্নাতকোত্তর ডিগ্রি পেতে আর 2 বছর নয়, এক বছর পড়াশোনা করতে হবে ৷ ফলে অনার্স গ্র্যাজুয়েশনে এক বছর বাড়লেও মাস্টার ডিগ্রিতে এক বছর কমে যাওয়ায় মোট সময় একই থাকছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বাংলা যাতে অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে না পড়ে সে জন্যই এই নীতি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

পাশাপাশি এ দিন তিনি ফের জানান গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা ৷ অত্যধিক গরমের কারণে রাজ্য সরকার আরও 10 দিন গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মমতা ৷ তবে সে জন্য পড়াশোনার কোনও অসুবিধে হবে না বলে দাবি করেন তিনি ৷ আজ ছাত্রছাত্রীদের উদ্দেশে মমতার বার্তা, "কখনও হতাশায় ভুগবে না ৷ হতাশাই জীবনের সবচেয়ে বড় শত্রু ৷ সবসময় এটাই ভাববে যে, আমি সমাজকে দেখিয়ে দেব আমিও পারি ৷ মনে রাখবে, তোমরা হারার জন্য জন্মাওনি, জেতার জন্যই এই পৃথিবীতে এসেছো ৷"

সম্প্রতি 2023 সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণি, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল এবং হাইমাদ্রাসার ফলাফল প্রকাশ পেয়েছে ৷ রাজ্যজুড়ে পড়ুয়া সাফল্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৷ তাদেরই মধ্যে বিভিন্ন জেলার কৃতী ছাত্রছাত্রীদের আজ রাজ্য সরকারের তরফে সংবর্ধনা জানানো হয় ৷ এ দিনের অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ৷ বাইপাসের ধারে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে তেরোটি বই, মিষ্টি ও ফুলের স্তবক দেওয়া হয় ৷ ল্যাপটপ আর ঘড়ির গতকালই দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটির মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated : Jun 1, 2023, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details