কলকাতা, 8 মে: গত কয়েকদিনে দেশজুড়ে বিতর্কের ঝড় তুলেছে দ্য কেরালা স্টোরি ৷ এই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই প্রথম প্রতিক্রিয়াতেই তিনি নিশানা করলেন ভারতীয় জনতা পার্টিকে ৷ টেনে আনলেন কাশ্মীর ফাইলসের প্রসঙ্গও ৷ এমনকী বিজেপি বাংলাকে একই ভাবে বদনাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ৷
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি ঘূর্ণিঝড় মোকা ও মণিপুরের পরিস্থিতি নিয়ে কথা বলেন ৷ তার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আচমকাই দ্য কেরালা স্টোরির প্রসঙ্গ তোলেন ৷ তাঁর অভিযোগ, কাশ্মীর ফাইলস বানানো হয়েছিল সেখানকার এক অংশের মানুষকে অপমান করার জন্য ৷ কেরালা ফাইলসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে ৷
প্রসঙ্গত, দেশের বিজেপি বিরোধী প্রায় প্রতিটি দলই এই সিনেমার বিপক্ষে আওয়াজ তুলেছে ৷ যেহেতু বিষয়টি কেরালাকে কেন্দ্র করে, আর ওই রাজ্য়ে সিপিএমের সরকার রয়েছে, তাই এই বিষয়ে সবচেয়ে বেশি সরব সিপিএম ৷ তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে তিনি এই কেরালা স্টোরির বিরুদ্ধে কথা বলছেন মানে তিনি সিপিএমের সঙ্গে রয়েছেন এমনটা নয় ৷ বরং তিনি দাবি করেছেন, সিপিএম বিজেপির সঙ্গেই সখ্যতা রক্ষা করে চলছে ৷