কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বিজয় উৎসব হবে আসন্ন 21 জুলাইয়ের মঞ্চ থেকে ৷ ভোটের আগেই এ কথা ঘোষণা করেছিলেন আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে পঞ্চায়েতে সাফল্যের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আসন্ন 21 জুলাই তাঁরা পালন করবেন শ্রদ্ধা দিবস হিসেবে ৷ ভোটকে কেন্দ্র করে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে তৃণমূলের শহিদ দিবসে ৷
বিধানসভার পর পঞ্চায়েত নির্বাচনেও সবুজ ঝড়ের সাক্ষী রাজ্য ৷ এই সাফল্য এসেছে এমন একটা সময়ে যখন সামনেই আসন্ন 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের জন্য যা একটি বিশেষ দিন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য যে দিনের মাহাত্ম্য বেশ তাৎপর্যপূর্ণ ৷ এই দিন শহিদ দিবস হিসেবে পালন করে তাঁর দল ৷ তবে এ বার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন অংশে ৷ ভোট ও অন্যা ঘটনায় গত কয়েকদিন যাঁরা বলি হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আগামী 21 জুলাই শ্রদ্ধা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার এ কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী ৷
আরও পড়ুন:ভোটের হিংসায় মৃত্যুতে পরিবারকে 2 লাখ করে ক্ষতিপূরণ ও হোমগার্ডের চাকরি, ঘোষণা মমতার
এ দিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এ বার একুশে জুলাইয়ে আমরা সেলিব্রেশন করব না । সিঙ্গুর-নন্দীগ্রাম তো আছেই, বিভিন্ন নির্বাচনের সময় ইদানিং আমাদের অনেক কর্মী মারা গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের সময়ও বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীকে মারা গিয়েছেন । বিএসএফও গুলি করে মেরেছে । তাঁদের সবার জন্য, শহিদ পরিবারের জন্য আমরা ওই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসেবে এ বছর পালন করব । আগামী 21 জুলাই বেলা বারোটায় জমায়েতের জন্য ডাকা হয়েছে ।"
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই এ বার জোর কদমে তৎপরতা শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহিদ দিবস উদযাপনের । 24-এর লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় জমায়েত হতে চলেছে 21 জুলাই । মূল কর্মসূচির আগে হাতে রয়েছে আর মাত্র কয়েক দিন । এই দিন তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ের পর ধর্মতলায় বিশাল জমায়েত হওয়ার সম্ভাবনা । মনে করা হয়েছিল, এ বার পঞ্চায়েতে জয়ের সেলিব্রেশন রাজ্যের শাসক দল একুশে জুলাইয়ের মাধ্যমে সম্পন্ন করবে । এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে, সেলিব্রেশন নয়, বরং এই দিন হতে চলেছে শপথের । আর এই দিনটিকে নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে পালন করবে ঘাস-ফুল শিবির ।