কলকাতা, 30 মার্চ: এবার দলের কথা সুরে সুরে বলবেন তৃণমূলের ছাত্র-যুবরা । তাঁদের ব্যান্ড করার পরামর্শ দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Announces Singing Band of TMC) । নামকরণ করলেন তিনিই। নাম দিলেন 'জয়ী' । একই সঙ্গে দিলেন আশ্বাস আগামিদিনে তাঁদের সিন্থেসাইজার কিনে দেবেন তিনি । গিটার উপহারের কথাও জানালেন । বৃহস্পতিবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামিদিনে দলের কথা প্রচারের জন্য ব্যান্ডের সদস্যদের সঙ্গে করে নেবেন ৷
এতদিন সরকারি প্রকল্পের প্রচার থেকে দলীয় ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভাড়া করা শিল্পীদেরই ব্যবহার করেছে তৃণমূল । বড় বড় অনুষ্ঠানের ক্ষেত্রে তৃণমূলের পরিচিত ব্যান্ড পরিবর্তন সাধারণ মানুষের অনেকটা চেনা হয়ে গিয়েছে । কিন্তু তাদের উপর নির্ভরতা হয়তো এবার কমাতে চাইছে রাজ্যের শাসক দল ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রেড রোডে ধরনা মঞ্চে গানে গলা মেলানোর ফাঁকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্র রাজনীতির সময়পর্বে ফিরে গিয়েছিলেন । তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যায়, ‘‘যখন আমি ছাত্র রাজনীতি করতাম, তখন মিন্টু দাশগুপ্ত 83 নম্বর ব্লকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন । কালীঘাটে থাকতেন তিনি, প্যারোডি গাইতেন । তিনি গানের স্কোয়াড করেছিলেন, সেই স্কোয়াডের লিড করতাম আমি ।’’ সেই মন্তব্যের কিছুক্ষণ পরে নিজের দলের ছাত্রছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড বানানোর কথা ঘোষণা করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এঁরা খুব ভাল গায় । এর পর আমাদের যখন গান হবে এদের ডেকে নিও ।’’