পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata-Amit: কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের শুভেচ্ছা মমতার, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে 35 আসন জয়ের শাহী হুঙ্কার

শুক্রবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Mamata Amit
Mamata Amit

By

Published : Apr 14, 2023, 8:48 PM IST

দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে 35 আসন জয়ের শাহী হুঙ্কার

কলকাতা, 14 এপ্রিল: এ এক অদ্ভুত সমাপতন । বাংলায় শাসক থেকে প্রধান বিরোধী দল, উভয়েই বছরের শেষদিনে মা কালীর শরণাপন্ন । একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কালীঘাট মন্দিরে । তার স্বল্প সময়ের ব্যবধানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছালেন উত্তর শহরতলির দক্ষিণেশ্বরে । দু’জনেই দুই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মা কালী ও মা ভবতারিণীর পুজো দিলেন । মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির থেকে বেরিয়ে শুধু বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। কিন্তু অমিত শাহ মন্দিরের বাইরে এসে জানালেন, বাংলায় এবার তাঁরা 35 আসনে জিতবেনই ৷

প্রসঙ্গত, বাংলা বছরের শেষদিনে কালীঘাট মন্দিরে প্রত্যেক বছরই নিয়ম করে যান মুখ্যমন্ত্রী । নববর্ষের আগের সন্ধ্যাতেই নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখা যায় সেখানে । সঙ্গে থাকেন তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বৃত্তে থাকা সামান্য কিছু মানুষ । এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তিনি হাজির হন কালীঘাট মন্দিরে । সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন কালীঘাট মন্দিরে মিনিট কুড়ি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের কাছে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মন্দির থেকে বেরিয়ে জানান, বাংলার মানুষের মঙ্গল কামনায় প্রতিবারের মতোই এবারও তিনি পুজো দিয়েছেন । বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । মুখ্যমন্ত্রীকে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেছেন ৷ তিনি ট্রাস্টি কমিটির সঙ্গে কথা বলে এই বিষয়ে জানাবেন ।

অন্যদিকে সন্ধ্যা 6টা 40 মিনিট নাগাদ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । যদিও পূর্বসূচি অনুযায়ী তাঁর আগামিকাল শনিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল । কিন্তু নতুন বছরের শুরুতেই প্রচুর মানুষ আসেন দক্ষিণেশ্বরে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষাবলয়ে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে পরবর্তীতে এই সফরসূচি পরিবর্তন করেন তিনি । এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পৌঁছে সেখানে থাকা প্রথমে শিবমন্দির পরিদর্শন করে সরাসরি মা ভবতারিণী মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর মা ভবতারিণীর সন্ধ্যা আরতিতেও যোগ দেন ৷

দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের কাছে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মিনিট 25 দক্ষিণেশ্বর মন্দিরে ছিলেন অমিত শাহ । তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতা । মন্দির থেকে বেরিয়ে অমিত শাহ জানান, বাংলার মানুষের কল্যাণে তিনি পুজো দিয়েছেন । মা ভবতারিনীর কাছে তিনি প্রার্থনা করেছেন, যাতে বাংলার মানুষ বিনা বাধায় তাদের ধর্মাচরণ করতে পারেন । বাংলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন ।

তিনি আরও বলেন, ‘‘মা সমগ্র জগতের কল্যাণ করুন । আজ আমি বীরভূমেও গিয়েছিলাম । যেখানে আমার লোকসভা ভোটের প্রস্তুতি সভা ছিল । যে ধরনের উৎসাহ বাংলার মানুষের মধ্যে আমি বীরভূমে দেখেছি, তাতে কোনও সন্দেহ নেই, 2024-এ ভারতীয় জনতা পার্টি বাংলায় 35 এর বেশি আসন পাবে । আরও একবার মোদীজি 300 এর বেশি আসন জিতে প্রধানমন্ত্রী হবেন ।’’

দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের কাছে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এর পর তাঁর সংযোজন, ‘‘আমি আজ মায়ের কাছে এই প্রার্থনাই করে এসেছি, বাংলার মানুষ যাতে সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন । এখানে আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক হোক । সমস্ত ধার্মীয় উৎসব মানুষ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে । কাউকে কোনও ধরনের সন্ত্রাস ও হিংসার সামনাসামনি যেন হতে না হয় । আমার বিশ্বাস আছে বাংলার মানুষ উনিশের থেকে বেশি নরেন্দ্র মোদিকে সমর্থন করে তাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ।’’

আরও পড়ুন:অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন সফল হবে না মমতার, কটাক্ষ অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details