কলকাতা, 14 এপ্রিল: এ এক অদ্ভুত সমাপতন । বাংলায় শাসক থেকে প্রধান বিরোধী দল, উভয়েই বছরের শেষদিনে মা কালীর শরণাপন্ন । একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কালীঘাট মন্দিরে । তার স্বল্প সময়ের ব্যবধানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছালেন উত্তর শহরতলির দক্ষিণেশ্বরে । দু’জনেই দুই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মা কালী ও মা ভবতারিণীর পুজো দিলেন । মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির থেকে বেরিয়ে শুধু বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। কিন্তু অমিত শাহ মন্দিরের বাইরে এসে জানালেন, বাংলায় এবার তাঁরা 35 আসনে জিতবেনই ৷
প্রসঙ্গত, বাংলা বছরের শেষদিনে কালীঘাট মন্দিরে প্রত্যেক বছরই নিয়ম করে যান মুখ্যমন্ত্রী । নববর্ষের আগের সন্ধ্যাতেই নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখা যায় সেখানে । সঙ্গে থাকেন তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বৃত্তে থাকা সামান্য কিছু মানুষ । এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তিনি হাজির হন কালীঘাট মন্দিরে । সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন কালীঘাট মন্দিরে মিনিট কুড়ি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মন্দির থেকে বেরিয়ে জানান, বাংলার মানুষের মঙ্গল কামনায় প্রতিবারের মতোই এবারও তিনি পুজো দিয়েছেন । বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । মুখ্যমন্ত্রীকে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেছেন ৷ তিনি ট্রাস্টি কমিটির সঙ্গে কথা বলে এই বিষয়ে জানাবেন ।
অন্যদিকে সন্ধ্যা 6টা 40 মিনিট নাগাদ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । যদিও পূর্বসূচি অনুযায়ী তাঁর আগামিকাল শনিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল । কিন্তু নতুন বছরের শুরুতেই প্রচুর মানুষ আসেন দক্ষিণেশ্বরে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষাবলয়ে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে পরবর্তীতে এই সফরসূচি পরিবর্তন করেন তিনি । এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পৌঁছে সেখানে থাকা প্রথমে শিবমন্দির পরিদর্শন করে সরাসরি মা ভবতারিণী মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর মা ভবতারিণীর সন্ধ্যা আরতিতেও যোগ দেন ৷