কলকাতা, 1 জানুয়ারি:ইংরেজিবছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ সোমবার 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় কর্মীদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । এ বছর আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ ৷ কারণ সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন । তাই তৃণমূলের কর্মী সমর্থকদের নজর ছিল আজকের দিনে তাঁদের উদ্দেশে কী বার্তা দেন দলনেত্রী ।
এ দিন সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা-মাটি-মানুষের সেবায় 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল । এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার করা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ । তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই । তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ । আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা । কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে । মা-মাটি-মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ।"