কলকাতা, 27 জুলাই: এই মুহূর্তে জাতীয় রাজনীতি উত্তাল মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায়। একইভাবে বাংলাতেও দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মালদায়। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস যখন মণিপুর নিয়ে সরব হয়েছে ঠিক তার পালটা বিজেপি নেতৃত্ব মালদার ঘটনাকে সামনে নিয়ে এসে রাজ্য সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সেই অভিযোগের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, মালদার ঘটনা মেয়েদের মধ্যে মারপিট। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের সঙ্গে কোনও অপরাধ সংগঠিত হলে, সেই ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ছুট দিয়েছেন তিনি। এক্ষেত্রে কোনওভাবেই হস্তক্ষেপ করা হয় না তার সরকারের তরফ থেকে, তাও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মালদার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বলেন, "একটা ঘটনা ঘটেছিল মালদায়। সেটা চুরি করতে গিয়েছিল শুনেছি। এবং সেটা মেয়েরা লড়াই করেছে। তাও সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারেও একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে । এখনও কিছু অসামাজিক লোক তো আছে। সঙ্গে সঙ্গে সেখানেও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা আমাদের হাতে নেই, কিন্তু ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। এবং আমি পুলিশকে সবসময় বলি মুক্তভাবে কাজ করুন। কারোও কথা শুনবেন না। এই ধরনের ঘটনা হলে একদম ফ্রিডম নিয়ে স্ট্রেট একশন নেবেন।"