কলকাতা, 6 নভেম্বর : পুলিশি হেফাজতে থেকেও গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডের তদন্তকারীদের ঘোল খাওয়াচ্ছে ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার । এক একবার এক এক রকমের তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে সে ৷ খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে শুক্রবার রাতে ভিকিকে নিয়ে বেরিয়েছিলেন লালবাজারের গোয়েন্দারা ।
প্রথমে কাকুলিয়া রোডে সুবীর চাকির বাড়িতে যান গোয়েন্দারা । পরে বালিগঞ্জ স্টেশনের দিকে গিয়েও ওই অস্ত্র উদ্ধার করতে পারেননি গোয়েন্দারা । লালবাজার সূত্রে খবর, কিছুতেই সঠিক তথ্য দিতে চাইছে না ভিকি । জেরায় অস্ত্রের কথা জানতে চাওয়া হলে সে জানায়, ওইদিন রাতে সে কোথায় অস্ত্রটি ফেলেছে তা তার মনে নেই ৷ পরবর্তীতে ভিকি হালদারকে আদালতে পেশ করার সময় পুলিশ যদি আদালতে, খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ দিতে না পারে তাহলে সে ক্ষেত্রে ভিকিকে ফের একাবার পুলিশি হেফাজতে পাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে ।