পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে ভর্ৎসনা ল্যানসেটের, টুইটে মোদিকে খোঁচা মহুয়ার

গতকাল রাতে একটি টুইট করেন মহুয়া মৈত্র ৷ সেখানে প্রথমেই ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়র একটি উক্তি তুলে ধরেন ৷ ল্যানসেটের প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে মোদি সরকার নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনছে ৷ সেই বিষয়টি তুলে ধরে মোদিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ ল্যানসেটের এই ভৎর্সনার জন্য মোদিকে কটাক্ষের সুরে শুভেচ্ছা জানান মোদিকে ৷

টুইটে মোদিকে খোঁচা মহুয়ার
টুইটে মোদিকে খোঁচা মহুয়ার

By

Published : May 9, 2021, 8:19 AM IST

Updated : May 9, 2021, 2:12 PM IST

কলকাতা, 9 মে : দেশে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ ৷ করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি ৷ আর সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট-র কড়া সমালোচনার মুখে পড়ে মোদি সরকার ৷ ল্যানসেটে একটি প্রকাশিত সম্পাদকীয়তে মোদি সরকারকে আক্রমণ করে লেখা হয় করোনা পরিস্থিতি মোকাবিলার বদলে টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে সরকার ৷ এমনকি সেখানে বলা হয়, মোদি সরকার পরবর্তীকালে নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনবে ৷ আর ল্যানসেটের এই কড়া সমালোচনাকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন সাংসদ মহুয়া মৈত্র ৷ কটাক্ষের সুরে ল্যানসেটের এই ভৎর্সনার জন্য শুভেচ্ছা জানান মোদিকে ৷

গতকাল রাতে একটি টুইট করেন মহুয়া মৈত্র ৷ সেখানে প্রথমেই ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়র একটি উক্তি তুলে ধরেন ৷ ল্যানসেটের প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে মোদি সরকার নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনছে ৷ সেই বিষয়টি তুলে ধরে মোদিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ ল্যানসেটের এই ভৎর্সনার জন্য মোদিকে কটাক্ষের সুরে শুভেচ্ছা জানান মোদিকে ৷

সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, 1 অগাস্টের মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হবে 1 লাখ । আর এই জাতীয় বিপর্যয় ডেকে আনার জন্য মোদি সরকারই দায়ী থাকবে বলে জানিয়ে দেওয়া হয় ৷ সেখানে আরও বলা হয়, জমায়েতের সংক্রমণ বেশি হবে জেনেও ধর্মীয় অর্থাৎ কুম্ভ মেলায় বিশাল জনসমাগম করার অনুমতি দেওয়া হয় ৷ তার উপর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে জমায়েত করা হয় ৷ নরেন্দ্র মোদি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে সভা করেছেন ৷ নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করা হয়েছে ওই রিপোর্টে ৷

এবার এই রিপোর্ট নিয়ে আরও একবার সরব হলেন মহুয়া মৈত্র ৷ এর আগে বহুবার একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মহুয়া ৷ সম্প্রতি, দিল্লির নির্বাচন সদনকে শ্মশানের সঙ্গে তুলনা করেছেন তিনি ৷ বিশ্বজুড়ে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার প্রস্তাব তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও টুইটে উল্লেখ করেছিলেন তিনি ৷

Last Updated : May 9, 2021, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details