কলকাতা, 9 মে : দেশে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ ৷ করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি ৷ আর সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট-র কড়া সমালোচনার মুখে পড়ে মোদি সরকার ৷ ল্যানসেটে একটি প্রকাশিত সম্পাদকীয়তে মোদি সরকারকে আক্রমণ করে লেখা হয় করোনা পরিস্থিতি মোকাবিলার বদলে টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে সরকার ৷ এমনকি সেখানে বলা হয়, মোদি সরকার পরবর্তীকালে নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনবে ৷ আর ল্যানসেটের এই কড়া সমালোচনাকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন সাংসদ মহুয়া মৈত্র ৷ কটাক্ষের সুরে ল্যানসেটের এই ভৎর্সনার জন্য শুভেচ্ছা জানান মোদিকে ৷
গতকাল রাতে একটি টুইট করেন মহুয়া মৈত্র ৷ সেখানে প্রথমেই ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়র একটি উক্তি তুলে ধরেন ৷ ল্যানসেটের প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে মোদি সরকার নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনছে ৷ সেই বিষয়টি তুলে ধরে মোদিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ ল্যানসেটের এই ভৎর্সনার জন্য মোদিকে কটাক্ষের সুরে শুভেচ্ছা জানান মোদিকে ৷