পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্ষদের ইতিহাসে পাশের হার সর্বোচ্চ, 86.07 শতাংশ

ফাইল ফোটো

By

Published : May 21, 2019, 9:01 AM IST

Updated : May 21, 2019, 1:02 PM IST

2019-05-21 08:34:42

কলকাতা, 21 মে : 2019 মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষের 88 দিনের মাথায় প্রকাশিত হল ফল। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 50 হাজার 397 জন ।

Updates : 

  • দশম স্থানে রয়েছে রায়গঞ্জের সঞ্চারী চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৮১ । রয়েছে সায়ন্তিকা দাস, বাঁকুড়ার সৌধ হাজরা, সাখি কুণ্ডু, রিমা চৌধুরি, হুগলির সৌম্যদীপ দত্ত, বীরভূমের অরিত্র মহড়া, বর্ধমানের সৌম্যদীপ ঘোষ, পশ্চিম বর্ধমানের সায়ন্তিকা রায়, ঝাড়গ্রামের শুভদীপ মাঝি, রহড়ার সহেলি রায় ও দেবমাল্য সাহা, বিরাটির প্রত্যাশা মজুমদার, হাওড়ার অঙ্কিতা কুণ্ডু ও যাদবপুরের সোহম দাস 
  • নবম স্থানে রয়েছে জয়েশ রায় ৬৮২, বাঁকুড়ার সৌগত পান্ডা, বীরভূমের সৌকার্য বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের প্রত্যুশ করণ ও অরুণিমা ত্রিপাঠী, হলদিয়ার অভিনন্দন জানা, বর্ধমানের ঐকিক মাঝি, 
  • অষ্টম স্থানে রয়েছে কোচবিহারের শাহনওয়াজ আলম ৬৮৩, দক্ষিণ দিনাজপুরের সায়ন্তন বসাক, বাঁকুড়ার অর্কপ্রভ সাহানা, বাঁকুড়ার কৌশিক সাঁতরা, বাঁকুড়ার সুদীপ্তা ধবল, পুরুলিয়ার পৃথ্বীশ কর্মকার,আরামবাগের দেবলীনা দাস,বর্ধমানের অয়ন্তিকা মাঝি, পূর্ব বর্ধমানের পুষ্কর ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার সেমন্তি চক্রবর্তী ও সায়ন্তন দত্ত 
  • সপ্তম স্থানে রয়েছে গায়ত্রী মোদক প্রাপ্ত নম্বর ৬৮৪, ঘাটালের অনিক চক্রবর্তী, নদিয়ার সপ্তর্ষি দত্ত 
  • ষষ্ঠ হয়েছে হুগলির  সোহম দে ৬৮৫ । এছাড়াও ষষ্ঠস্থানে রয়েছে বীরভূমের সবর্ণী চ্যাটার্জি, বর্ধমানের সাহিত্যিকা ঘোষ ও অঙ্কন চক্রবর্তী
  • পঞ্চম হয়েছে  দুজন। হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে, প্রাপ্ত নম্বর 686 এবং মুর্শিদাবাদের রুমনা সুলতানা 686
  • চতুর্থ একজন আলিপুরদুয়ারের অরিত্র সাহা
  • তৃতীয় হয়েছে ক্যামেলিয়া রায়, প্রাপ্ত নম্বর 689
  • দ্বিতীয় হয়েছে শ্রেয়সী পাল প্রাপ্ত নম্বর 691
  • মাধ্যমিকে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস, প্রাপ্ত নম্বর 694 
  • ছাত্রদের পাশের হার ৮৯.৯৭ শতাংশ
  • ছাত্রীদের পাশের হার ৮২.৮৭ শতাংশ
  • এবছর পাশের হার ৮৬.০৭ শতাংশ
  • 8 লাখ 76 হাজার 694 জন সাফল্য পেয়েছে 
  • 73 জনের পরীক্ষা বাতিল হয়েছে 
  • পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2835 
  • ঝাড়গ্রামে সাফল্যের হার 84.59 শতাংশ 
  • ছাত্রীদের সাফল্যের হার 1 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়
  • সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে
  • উত্তর 24 পরগনায় সাফল্যের হার 90.35  শতাংশ 
  • কলকাতায় সাফল্যের হার 92.13 শতাংশ 
  • পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি 96.10  শতাংশ  
  • এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 50 হাজার 397 জন
  • এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 1 লাখ 31 হাজার 961 জন বেশি
  • ছাত্রীদের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে 
  • ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১২.৫৬ শতাংশ বেশি
  • মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি 
  • শেষ হয় 22 ফেব্রুয়ারি 
  • পরীক্ষা শেষের 88 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফল
Last Updated : May 21, 2019, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details