পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

" আপনার ভাঁড়ামো মন হালকা করে দিল", BJP-র IT সেলের প্রধানকে কটাক্ষ মদনের - madan mitra reaction

অভিযোগ, রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন BJP-র IT সেলের প্রধান অমিত মালব‍্য । বাংলার বেশিরভাগ ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে টুইট করেন তিনি । গতকালও রাজ্যের ঘটনা উল্লেখ করে টুইট করেছেন তিনি ।

ছবি
ছবি

By

Published : May 13, 2020, 5:46 PM IST

কলকাতা, 13 মে : নুসরত জাহানের পর এবার BJP-র IT সেলের প্রধান অমিত মালব্যকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র । টিকিয়াপাড়া নিয়ে অমিত মালব‍্যর করা টুইটের পালটা জবাব দিয়ে তিনি বলেন, " অমিত মালব‍্য, এই অন্ধকারচ্ছন্ন সময়ে আপনার ভাঁড়ামো হালকা করে দিল মন।"


অভিযোগ, রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন BJP-র IT সেলের প্রধান অমিত মালব‍্য । বাংলার বেশিরভাগ ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে টুইট করেন তিনি । গতকালও রাজ্যের ঘটনা উল্লেখ করে টুইট করেছেন তিনি । অমিত লিখেছেন, " হুগলির টিকিয়াপাড়ার ঘটনার পর আবার হুগলির তেলিপাড়ায় সংঘর্ষ হল । শুধুমাত্র একটি সম্প্রদায়ের মনোভাবের কারণেই এই ঘটনা একাধিকবার হল । কোরোনা সংক্রমণ সম্পর্কেও কোনও নির্দেশিকা তারা পালন করছে না । বোঝাতে গেলে হিংস্র হয়ে পড়ছে ।"

যদিও BJP-র IT সেলের প্রধানের টুইট বার্তার নিয়মিত জবাব দিয়ে থাকেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান । এবার জবাব দিলেন মদন মিত্র । তিনি কটাক্ষ করে বলেন, " টিকিয়াপাড়া হুগলিতে চলে গেল কখন । তাকে তো শেষ দেখা গিয়েছিল হাওড়াতে ! এইভাবে চলতে থাকলে বাংলার অনেক জায়গা চলে যাবে পশ্চিমবঙ্গের বাইরে । অন্ধকারছন্ন এই সময়ে অমিত মালব্য, আপনার ভাড়ামোটা হালকা করে দিল মনকে ।"


ABOUT THE AUTHOR

...view details