কলকাতা, 15 ডিসেম্বর:আইটিইউ থেকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হল বিধায়ক মদন মিত্রকে । ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার ৷ এমনটাই জানানো হয়েছে এসএসকেএম সূত্রে ৷ বুধবার অস্ত্রোপচারের পর মদন মিত্রকে রাখা হয়েছিল এসএসকেএম হাসপাতালের আইটিইউতে। সেখানে দু’দিন পর্যবেক্ষণের পর তাঁকে শুক্রবার স্থানান্তরিত করা হয়েছে উডবার্ন ওয়ার্ডে ৷
বুধবার অস্ত্রোপচার করা হয় বিধায়ক মদন মিত্রের। তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে গিয়েছিল শ্বাসকষ্টের খিঁচুনির কারণে ৷ সেটির অস্ত্রোপচার করে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। বুধবার সকাল দশটার সময় ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয় বিধায়ক মদন মিত্রকে। সেখানে অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক মুকুল ভট্টাচার্যের নেতৃত্বে বাঁ কাঁধের অস্ত্রপ্রচার হয় তাঁর। সকাল 11টা থেকে দুপুর 1.30 মিনিট পর্যন্ত টানা দু‘ঘণ্টা অস্ত্রোপচার হয় ৷ তারপর প্রায় দেড় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় বিধায়ক মদন মিত্রকে । পরবর্তী সময়ে তাঁকে পর্যবেক্ষণে রাখা জন্য স্থানান্তরিত করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে আইটিইউ বিভাগে । ফের তাঁর ভাঙা অংশে যাতে কোনও আঘাত যাতে না হয় সেদিকে নজর রেখেছিলেন চিকিৎসকেরা ।
ক্রমশ সংকট কাটছে , আইটিইউ থেকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত হলেন মদন - Madan Mitra shifted to Woodburn Block
Madan Mitra: উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হল বিধায়ক মদন মিত্রকে । বুধবার বাঁ-কাঁধের হাড়ে অস্ত্রোপচারের পর মদন মিত্রকে রাখা হয়েছিল আইটিইউতে। সেখানে দু’দিন পর্যবেক্ষনের পর শুক্রবার স্থানান্তরিত করা হয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷
Published : Dec 15, 2023, 3:04 PM IST
|Updated : Dec 15, 2023, 4:43 PM IST
শুক্রবার সকাল 10টা থেকে কার্ডিওলজি, নেফ্রলজিস্ট-সহ মোট 10জন চিকিৎসকের একটি দল কামারহাটি বিধায়কের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। স্যাচুরেশন কম থাকায় তাকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটি স্ক্যান করা হয়েছিল। শুক্রবার সকালে আইটিইউ থেকে স্থানান্তরিত করা হয় উডবার্ন ওয়ার্ডে ।
গত 4 ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভর্তি হন তিনি। প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। ভরতির দু’দিন পরে মাঝ রাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল বিভাগে । পরবর্তী কালে একাধিক পরীক্ষা- নীরিক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন মদন মিত্র। একাধিক বারবার তাঁর শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় ৷ সেই ঝাঁকুনির জেরে বা কাঁধের হাড় ভেঙে গিয়েছিল ৷ বুধবার সেই ভাঙা হাড়েই অস্ত্রোপচার হয়েছে বিধায়কের।
আরও পড়ুন: