পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

29 নভেম্বর বিজেপির বিশাল সমাবেশ, ভিডিয়ো বার্তায় যোগ দেওয়ার ডাক শুভেন্দুর - অমিত শাহ

Suvendu Adhikari on 29 November BJP Mega Rally: 29 নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির বিশাল জমায়েত ৷ এই সভায় যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 1:41 PM IST

29 নভেম্বর ধর্মতলার সমাবেশে যোগ দেওয়ার ভিডিয়ো বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 25 ডিসেম্বর: আগামী 29 নভেম্বর বিজেপির মেগা সমাবেশ নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে ৷ শুক্রবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে মাধ্যমে বিজেপি কর্মী-সমর্থকদের ওই দিন ধর্মতলায় জমায়েতের আবেদন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তিনি ওই বার্তায় চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে জল, কিষান সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে সবাইকে ধর্মতলায় সমাবেশ চত্বরে সবাইকে একত্রিত হওয়ার ডাক দেন ৷

এই সমাবেশ নিয়ে ইতিমধ্যে রাজ্য পুলিশ এবং গেরুয়া শিবিরের মধ্যে বিস্তর টানাপোড়েনের পরে শেষে আদালতের নির্দেশে এই সভা হতে চলেছে ৷ রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের পাশাপাশি প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন বলে চূড়ান্তভাবে জানানো হয়েছে ৷ শুভেন্দু অধিকারীর দাবি, "শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি-সহ রাজ্যে প্রতিটি ক্ষেত্রে যাঁর অঙ্গুলিহেলনে দুর্নীতি হয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোকে গ্রেফতার করতে হবে।"

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও জানান, গত সাড়ে বারো বছরের রাজ্যে যে বিভিন্ন স্তরে প্রাপ্য সুযোগ সুবিধে থেকে অনেকে বঞ্চিত হয়েছেন । গ্রামের মানুষরা প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাননি ৷ তিনি এই কর্মসূচির স্লোগানটিও ভিডিয়ো বার্তায় বলেন ৷ বিজেপির স্লোগান- 'দিচ্ছে মোদি, লুঠছে পিসি, বঞ্চিতরা আওয়াজ তোলো, ধরতে চোর ভরতে জেলে, সবাই মিলে কলকাতা চলো'৷

29 নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে 21 জুলাইয়ের সভার জায়গাতেই বিজেপির সভা হওয়ার কথা ৷ তাই শহর থেকে গ্রাম সর্বত্র প্রতিদিন ছোট-বড় কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির ৷ বিজেপির সব ক'টি মোর্চার পক্ষ থেকে দেওয়াল লিখন এবং লিফলেট বিতরণ করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  2. 29 নভেম্বর সভা হবেই, ডিভিশন বেঞ্চে রাজ্যকে পালটা চ্যালেঞ্জ জানাবে বিজেপি: সুকান্ত
  3. 'দেশের জন্য ক্ষতিকারক লোকটিকে আর সমর্থন করবেন না', আরএসএসকে বার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details