বাংলায় লকডাউন বেড়ে 30 জুন : মুখ্যমন্ত্রী - লকডাউন
16:28 June 08
ধর্মীয়স্থান, বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ির ক্ষেত্রে আগে এক সঙ্গে 10 জনের প্রবেশের অনুমতি ছিল ৷ এখন তা বাড়িয়ে 25 জন একসঙ্গে প্রবেশ করতে পারবেন ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ৷
কলকাতা, 8 জুন : বাংলায় বাড়ল লকডাউন ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে 30 জুন পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
দুই মাসের উপর হয়েগেল মেট্রো বন্ধ ৷ রাস্তায় বাসের সংখ্যা তুলনামূলক কম ৷ এই পরিস্থিতিতে যাতায়াতে সাইকেলের উপরই আস্থা রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,"যতদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, ততদিন পর্যন্ত বড় রাস্তাগুলি বাদ দিয়ে মাঝারি ও ছোটো রাস্তা যেখানে সাইকেল চলাচল করতে পারে সেই সমস্ত রাস্তায় সাইকেল চলাচলের ব্যবস্থা করে একটি বিজ্ঞপ্তি জারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে বলেছি ৷ তবে লক্ষ্য রাখতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে ৷ দুর্ঘটনা যাতে না বাড়ে সেদিকে নজর রেখে বিকল্প রাস্তা বাছাই করার জন্য কলকাতা পুলিশ ও কমিশনারেটগুলিকে বলেছি৷"
তিনি বলেন, "সবাই সবার মত করে যতটা বাড়তি নিরাপত্তা নিয়ে চলা যায় চলুন ৷ যার স্কুটার আছে তিনি স্কুটার ব্যবহার করতে পারেন ৷ যার যার সাইকেল আছে তারা সাইকেল ব্যবহার করতে পারে ৷ এই সমস্ত কিছু ভেবেই এই পরিস্থিতিতে অনুমতি দেওয়া হল ৷" এর পাশাপাশি ধর্মীয়স্থান, অনুষ্ঠানবাড়ি, বিয়েবাড়ির ক্ষেত্রে সাধারণ মানুষের জমায়েত যেখানে আগে 10 জন ছিল ৷ সেটি বাড়িয়ে 25 জন করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷