পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুভাষ বসুর মতোই কোণঠাসা করা হচ্ছে মমতাকে! ব্রাত্যর নিশানায় কি এবার কংগ্রেসও ? - পঞ্চ পাণ্ডব

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নির্বাচন পরিচালনার জন্য BJP-র তরফে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ নেতাকে ৷ এ-প্রসঙ্গে ব্রাত্যের সংযোজন, "আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করার জন্য উত্তর-পশ্চিম ভারত থেকে লোক পাঠানো হচ্ছে ৷ যেভাবে সুভাষ বসুকে কোণঠাসা করা হয়েছিল ৷"

ব্রাত্য বসু
ব্রাত্য বসু

By

Published : Nov 20, 2020, 10:55 PM IST

Updated : Nov 20, 2020, 11:08 PM IST

কলকাতা, 20 নভেম্বর : ত্রিপুরি কংগ্রেসের পর সুভাষচন্দ্র বসুর সঙ্গে যা করা হয়েছিল তার অনেকটাই মিল আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ! মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নিয়ন্ত্রণ করার জন্য সেই উত্তর-পশ্চিম ভারত থেকে লোক পাঠানো হচ্ছে ৷ যেভাবে সুভাষ বসুকে কোণঠাসা করা হয়েছিল৷ আজ সাংবাদিক বৈঠক থেকে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমপাল্লায় বসিয়ে BJP-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ৷

তিনি বলেন, "1939 সালে সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসে জয়ের পরও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ৷ তৈরি করেছিলেন ফরওয়ার্ড ব্লক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলাটাও অনেকটাই তেমন ৷" এর পরই ব্রাত্য বুঝিয়ে দেন, সুভাষচন্দ্র যেভাবে নতুন দল নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়েছিলেন, মমতাও তৃণমূল কংগ্রেস তৈরি করে লড়াই করে চলেছেন ৷

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নির্বাচন পরিচালনার জন্য BJP-র তরফে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ নেতাকে ৷ এ-প্রসঙ্গে ব্রাত্যের সংযোজন, "আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করার জন্য উত্তর-পশ্চিম ভারত থেকে লোক পাঠানো হচ্ছে ৷ যেভাবে সুভাষ বসুকে কোণঠাসা করা হয়েছিল ৷" তাঁর প্রশ্ন, আমাদের মাথার উপর অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এনে বসানো হবে, রাজনৈতিক নেতা বসানো হবে? তাঁর কটাক্ষ, রবীন্দ্রনাথের জন্ম বোলপুরে বলা হবে ৷ একজন আদিবাসী নেতার গলায় মালা দিয়ে বলবেন বিরসা মুণ্ডার গলায় মালা দিলাম ৷ মনে রাখবেন ভারতের শেষ দুই নোবেল জয়ী দুইজনই বাঙালি ৷" তিনি আরও বলেন, "আমরা যে বিশ্ববাংলার তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইছি তাতে সবাই স্বাগত ৷ কোনও বাঙালি-অবাঙালি, হিন্দু, মুসলমাল, খ্রিস্টান, শিখ আমাদের রাজ্যে ভাগ করা হয় না ৷ আমরা মনে করি মানুষ এখানকরা নাগরিক ৷ তাঁদের ন্যূনতম সুখ, সুবিধা, স্বাচ্ছন্দ্য , নিরাপত্তা সে দেখা আমাদের সরকারের কর্তব্য৷"

Last Updated : Nov 20, 2020, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details