পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আসুন অভাবী লোকেদের হাত ধরি", দীপাবলিতে টুইট ধনকড়ের - Raj Bhavan on diwali

এদিন সন্ধেবেলায় দীপাবলি উপলক্ষ্যে পুরো রাজভবন আলোকিত করা হয় ৷ সপরিবারে শুভেচ্ছা জানান রাজ্যপাল ৷

Jagdeep Dhankar
রাজভবন

By

Published : Nov 14, 2020, 11:07 PM IST

কলকাতা, 14 নভেম্বর : রাজ্যবাসীকে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এদিন টুইটে তিনি লেখেন, "সুখ ও আলোর এই উৎসব সব বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷ "

টুইটে তিনি আরও লেখেন যে, "এই উৎসব আমাদের মানবতার সেবায় কাজ করার জন্য অনুপ্রাণিত করে ৷ আসুন অভাবী লোকেদের হাত ধরে রাখি ৷ "

রাজভবনের ভিডিয়ো দেখুন

এদিন সন্ধেবেলায় দীপাবলি উপলক্ষ্যে পুরো রাজভবন আলোকিত করা হয় ৷ সপরিবারে শুভেচ্ছা জানান রাজ্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details