পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sitaram Yechury: বামেদের 'ত্রিমুখী কৌশলে' পরাস্ত হতে পারে বিজেপি, মত ইয়েচুরির

2024 সালের লোকসভা নির্বাচনকে নিয়ে সিপিএমকে ত্রিমুখী কৌশল নিতে বললেন সীতারাম ইয়েচুরি ৷ তবে এই ত্রিমুখী কৌশল তিনটি কী, তা তিনি নিজেই জানিয়েছেন ৷

Etv Bharat
সীতারাম ইয়েচুরি

By

Published : May 11, 2023, 7:58 AM IST

সীতারাম ইয়েচুরির বক্তব্য

কলকাতা, 11 মে: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । বিজেপিকে পরাস্ত করতে বামেদের ত্রিমুখী কৌশল নিতে হবে বলে মনে করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । বিজেপির বিরুদ্ধে দেশে অভিন্ন বিরোধী জোট বাস্তবসম্মত নয় তা স্বীকার করে রাজ্যভিত্তিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনী কৌশল ঠিক হবে বলে স্পষ্ট করেন তিনি । এরপরই তাঁর এই ত্রিমুখী পরিকল্পনার ব্যাখ্যা করে জাতীয় ইস্যু নিয়ে রাজ্যে রাজ্যে বিরোধী দলগুলির সর্বাত্মক প্রচারের কথা বলেন সিপিএম সাধারণ সম্পাদক ।

বুধবার কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সীতারাম । সেই কর্মসূচিতে রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন । সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ইয়েচুরি বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার সাম্রাজ্যবাদের দিকেই দেশকে নিয়ে চলছে । কিন্তু, এমনভাব দেখাচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবিলা করছে । রাশিয়ার থেকে তেল আমদানি করছে ঠিকই অথচ, সেই তেল কম দামে তা পাওয়া যাচ্ছে । তুলনামূলক বেশি দামে কিনে দেশে পরিশোধিত করে আমেরিকা, ইউরোপে রফতানি করা হচ্ছে । ইউরোপে রফতানি করা তেলের 95 শতাংশ পরিশোধিত হচ্ছে নির্দিষ্ট পুঁজিপতি কোম্পানির (রিলায়েন্সের) পরিশোধনাগারে । এই কর্পোরেট-হিন্দুত্ব জোট আমজনতার জীবন জীবিকার হাল শোচনীয় করছে ।"

তিনি আরও বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান, সংসদ, বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম দখলে নেমেছে । ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক চরিত্রকে রক্ষার জন্য সরকার থেকে বিজেপি'কে দূরে রাখা জরুরি । তারজন্য এই মুহূর্তে তিনটি কৌশল অবলম্বন করা জরুরি । বাস্তবায়নে শপথ নিতে হবে ।"

ইয়েচুরির তিনটি কৌশল:

  • সাম্প্রদায়িকতার বাড়বাড়ন্ত থেকে শুরু করে জাতভিত্তিক জনগণনার জন্য জাতীয় স্তরের বিষয়ে রাজ্যে রাজ্যে প্রচার করতে হবে । শুধু রাজনৈতিক দলগুলিকেই নয়, সমাজের বিভিন্ন শক্তিকে এই লড়াইয়ে সামিল করতে হবে ।
  • জীবন-জীবিকার বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত এমন বিষয় নিয়ে জনতার সংগ্রাম গড়ে তোলা দরকার । বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মৃল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে।
  • রাজ্যস্তরে বাস্তবতা অনুযায়ী বিজেপিকে পরাজিত করতে আলাদা আলাদা কৌশল নিতে হবে।

নিজের এই তিনটি সূত্রের কথা উল্লেখ করে বৈঠকে সীতারাম দাবি করেন, এগুলি মেনে চললে বিজেপিকে পরাস্ত করা অসম্ভব নয়। তিনি মনে করেন, উত্তর-পূর্ব ভারত থেকে শুরু করে হিমাচল প্রদেশ বা দিল্লির নির্বাচনে সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনাই ঘটেছে। বিজেপিকে রুখতে স্থানীয় সসম্যাকে সামনে রেখে ভোটে লড়ার নজির আগেও দেখিয়েছে বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে তৃতীয়বার তৃণমূলের ক্ষমতায় আসার নেপথ্যেও স্থানীয় সমস্যা এবং তার সমস্যা বড় ভূমিকা পালন করেছে বলে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে। এবার সেই স্থানীয় সমস্যা এবং স্থানীয় সমীকরণকে সামনে রেখে বিজেপিকে মোকাবিলা করার পরামর্শ দিলেন সীতারাম ইয়েচুরি ।
আরও পড়ুন : মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত, মত সুব্রহ্মণ্যম স্বামীর

ABOUT THE AUTHOR

...view details