কলকাতা, 3 এপ্রিল : অস্থায়ী রেশন কার্ড বা কুপন বিলির প্রক্রিয়ায় মেয়রের হস্তক্ষেপ দাবি করে চিঠি পাঠালেন বাম কাউন্সিলর রত্না রায় মজুমদার। আজ মেয়র ফিরহাদ হাকিমকে মেলের মাধ্যমে একটি চিঠি পাঠান তিনি । তাঁর আবেদন, এই পুরো প্রক্রিয়া নির্ভুলভাবে করতে বোরো চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরদের একসঙ্গে কাজ করতে হবে। তাই বিষয়টি নিয়ে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ করেন মেয়র ।
ইতিমধ্যেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বোরো চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে অস্থায়ী রেশন কার্ড বা কুপন তৈরি করে তা বিলি করার নির্দেশ দিয়েছেন মেয়র । সেই অনুযায়ী, RKSY1 আবেদনকারীরা রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও গম পাবেন। এবং RKSY2 আবেদনকারীরা 13 টাকা মূল্যে চাল ও গম পাবেন।
এই বিষয়ে রত্না রায় মজুমদারের বক্তব্য, "কুপন বিলির ক্ষেত্রে কারা RKSY1 ও কারা RKSY2 আবেদনকারী, তার নির্ভুল তালিকা করতে গেলে বোরো চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরদের একসঙ্গে কাজ করতে হবে । কারণ স্থানীয় কাউন্সিলররাই বলতে পারবেন তাঁদের এলাকার কোন পরিবারের আর্থিক অবস্থা কেমন? কোন পরিবার RKSY2-এর আবেদন করে থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতিতে RKSY1-এর আওতায় পড়ছে, তা স্থানীয় কাউন্সিলররাই বলতে পারবেন ।"
তিনি আরও বলেন, "স্থানীয় কাউন্সিলরদের একত্রিত না করা গেলে সংকীর্ণ রাজনীতির সম্ভাবনা রয়েছে। ফলে এই সুবিধা থেকে কয়েকজন বঞ্চিতও হতে পারেন। BPL তালিকাভুক্ত ছাড়াও কোন ওয়ার্ডে কত দরিদ্র মানুষ আছে তারও পরিসংখ্যানের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের ভূমিকা রয়েছে ।"
তাই পুরো প্রক্রিয়া যাতে নির্ভুল হয় এবং যথাযথভাবে সবার মধ্যে অস্থায়ী রেশন কার্ড বা কুপন বিলি করা যেতে পারে সেই মর্মেই আজ মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানান রত্না রায়মজুমদার ।