পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Rajasekhar Mantha: বার কাউন্সিলের তদন্ত কমিটির প্রতিবাদ! সোমবার 'কালা দিবস' পালন করবেন আইনজীবীরা - Representatives of Bar Council of India

সম্প্রতি শাসকদলপন্থী আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট করেন ৷ বয়কট উঠলেও ঘটনার তদন্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের কমিটি আসছে কলকাতায় (Representatives of Bar Council of India) ৷ এই কমিটির প্রতিবাদের জেরে রাজ্যে আগামী সোমবার 'কালা দিবস' পালন করবেন আইনজীবীরা ৷

Justice Rajasekhar Mantha
তদন্ত কমিটির প্রতিবাদে কালা দিবস পালন করবেন আইনজীবীরা

By

Published : Jan 13, 2023, 10:27 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: আইনজীবীদের আন্দোলনের, প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ৷ এই দাবিতে আগামী সোমবার রাজ্যের আইনজীবীরা কালো পতাকা পরে 'কালা দিবস' পালন করবেন (Lawyers Celebrate Kala Diwas) বলে ঘোষণা করলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব।

অশোক দেব এদিন সাংবাদিক সম্মেলনে করে জানালেন, "আমরা কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাব না। আইনজীবীদের প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেই কালো পতাকা পরে শান্তিপূর্ণ প্রতিবাদ করব। আইনজীবীদের কাছে অনুরোধ অনেকেই পিছন থেকে কাঠি দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করবেন সেদিকে খেয়াল রাখতে হবে।" উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে চলতি সপ্তাহজুড়ে শাসক দল এবং বিরোধী দলের সমর্থনকারী আইনজীবীরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছেন। এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আইনজীবী বিচারপতি মান্থার বেঞ্চে শুনানিতে হাজির থাকছেন না। গত 9 জানুয়ারি সকালে প্রথমে শাসকদল পন্থী আইনজীবীরা দাবি করেন, বিচারপতি রাজা শেখর মান্থা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থন করে তাঁদের পক্ষে নির্দেশ দিচ্ছেন ৷

এই দাবিতে হাইকোর্টের 13 নম্বর ঘর যেখানে বিচারপতি মান্থা বসেন তাঁর সামনে দ্বার রুদ্ধ করে বসে পড়েন ওই আইনজীবীরা। অন্যান্য আইনজীবীরা যাতে ঢুকতে না-পারেন তার জন্য তাঁদের আটকানোও হয়। সেই নিয়ে আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি হয়। প্রধান বিচারপতি পুরো ঘটনা শোনার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করতে নির্দেশ দেন ও যে সমস্ত আইনজীবীরা এই ঘটনায় যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তারপরেও পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি। পরদিন বিচারপতি রাজা শেখর মান্থা বয়কটকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে প্রধান বিচারপতিকে এই বিষয়ে নতুন বেঞ্চ গঠন করে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারপর বিক্ষোভকারী আইনজীবীরা বিচারপতি মান্থার এজলাসের সামনে থেকে সরে গেলেও তারপর থেকে বিচারপতির ঘরে মামলার কোনও শুনানিতে অংশগ্রহণ করছেন না ৷

আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট! তদন্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কমিটি

অন্যদিকে, বিচারপতি মান্থা তাঁর বাড়িতেও ন্যায়বিচার করছেন না উল্লেখ করে একাধিক পোস্টার পড়ে। এই সমস্ত ঘটনা জানিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে গতকাল কিছু আইনজীবী চিঠি দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানায় ৷ বার কাউন্সিল অফ ইণ্ডিয়া একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। যারা রবিবার রাতে অথবা সোমবার সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখতে হাইকোর্টে আসছেন বলে জানা যাচ্ছে। এই তিন সদস্য হলেন বিচারপতি টিএন শিবাভননাম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাস। আগামিকাল বা সোমবার এই তিন সদস্যের বেঞ্চ বয়কট আন্দোলনকারী আইনজীবীদের আদৌ শাস্তির কোপে পড়তে হবে কি না, সেই বিষয়ে বিচার করবেন।

ABOUT THE AUTHOR

...view details