পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: 'শুয়োর' ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা

আদরের 'শুয়োর'-কে ফিরে পেতে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ! শুয়োরকে খুঁজে বার করতে হবে, ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাও আদালত চত্বর থেকে ৷ এই বছরের 25 মার্চ থেকে শুয়োর 'ঘনা'-কে পাওয়া যাচ্ছে না ৷ আর সেই কারণে কল্যাণী আদালতের আইনজীবীরা দ্বারস্থ হয়েছেন এক্কেবারে হাইকোর্টে (Lawyers appeal in Calcutta High Court to Get Back Their Favorite Pig)!

Calcutta High Court
হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা

By

Published : Jul 1, 2022, 8:11 PM IST

কলকাতা, 1 জুলাই :আদরের 'শুয়োর'-কে ফিরে পেতে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কল্যাণী আদালতের আইনজীবীরা। কল্যাণী আদালতে আইনজীবী থেকে বিচারপতি সবাই তাঁকে চেনে 'ঘনা' নামে। তিন মাসের সময়ের বেশি ধরে নিখোঁজ 'ঘনা'। পুলিশকে জানিয়ে সুরাহা না-হওয়ায় শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সবাই। ঘণাকে ফিরে পেতে রীতিমতো উদগ্রীব কল্যাণী আদালতের আইনজীবীরা (Lawyers appeal in Calcutta High Court to Get Back Their Favorite Pig)।

ঘনার খোঁজে কলকাতা হাইকোর্টে পুলিশী নিষ্ক্রিয়তার মামলা করেন তাঁরা। অভিযোগ সত্ত্বেও কল্যাণী থানার পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না-বলে বাধ্য হয়ে বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলা দায়ের করেছেন। আদালত সূত্রে খবর, কল্যাণী আদালত চত্ত্বরে শুয়োর "ঘনার" বেড়ে ওঠা। আইনজীবী ও বিচারকদের স্নেহে বেড়ে উঠছিল সে। বছর চারেক আগে একবার হঠাৎ করে ঘনা নিখোঁজ হয়ে গিয়েছিল। তৎকালীন কল্যাণী আদালতের এসিজেএম পুলিশকে নির্দেশ দেন যেভাবেই হোক ঘনাকে ফেরত আনতে হবে। বিচারকের নির্দেশের পর নড়ে চড়ে বসে কল্যাণী থানা। বিচারকের নির্দেশকে বাস্তবায়িত করে তাঁরা ঘনাকে উদ্ধার করে কল্যাণী আদালতে ফিরিয়ে দেয়।

তারপর থেকেই বিচারক ও আইনজীবীদের লালনপালনে বেড়ে উঠে ঘনা। চলতি বছরের 25 মার্চ ভোর 5.30 থেকে 5.40 নাগাদ একটি সাদা গাড়ি কল্যাণী আদালত চত্বরে ঢোকে। ওই গাড়ি থেকে 4 জন নেমে ঘনাকে নিয়ে পালিয়ে যায়। ওই গাড়ি ও ঘটনার ভিডিয়ো ফুটেজ ধরা পড়ে ক্যামেরায়। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী অনুমিতা ভদ্র।

আরও পড়ুন :বাইক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সময় বেঁধে দিল হাইকোর্ট

তারপর থেকে এখনও ঘনার খোঁজ পায়নি কল্যাণী থানার পুলিশ। আইনজীবী অতসী চক্রবর্তী-সহ 6 জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদনকারীর আইনজীবী শিবাজী কুমার দাস জানিয়েছেন, 25 মার্চ অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ নিষ্ক্রিয় এখনও পর্যন্ত তাঁরা ঘনাকে খুঁজে দিতে পারেননি। পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। কল্যাণী আদালত চার দেওয়ালে ঘেরা সেখানে কী করে একটি গাড়ি প্রবেশ করল এবং সেখান থেকে বেরিয়ে গেল। এতে কল্যাণী আদালতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আদালত উপযুক্ত নির্দেশিকা জারি করুক যাতে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details