কলকাতা, 1 জুলাই :আদরের 'শুয়োর'-কে ফিরে পেতে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কল্যাণী আদালতের আইনজীবীরা। কল্যাণী আদালতে আইনজীবী থেকে বিচারপতি সবাই তাঁকে চেনে 'ঘনা' নামে। তিন মাসের সময়ের বেশি ধরে নিখোঁজ 'ঘনা'। পুলিশকে জানিয়ে সুরাহা না-হওয়ায় শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সবাই। ঘণাকে ফিরে পেতে রীতিমতো উদগ্রীব কল্যাণী আদালতের আইনজীবীরা (Lawyers appeal in Calcutta High Court to Get Back Their Favorite Pig)।
ঘনার খোঁজে কলকাতা হাইকোর্টে পুলিশী নিষ্ক্রিয়তার মামলা করেন তাঁরা। অভিযোগ সত্ত্বেও কল্যাণী থানার পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না-বলে বাধ্য হয়ে বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলা দায়ের করেছেন। আদালত সূত্রে খবর, কল্যাণী আদালত চত্ত্বরে শুয়োর "ঘনার" বেড়ে ওঠা। আইনজীবী ও বিচারকদের স্নেহে বেড়ে উঠছিল সে। বছর চারেক আগে একবার হঠাৎ করে ঘনা নিখোঁজ হয়ে গিয়েছিল। তৎকালীন কল্যাণী আদালতের এসিজেএম পুলিশকে নির্দেশ দেন যেভাবেই হোক ঘনাকে ফেরত আনতে হবে। বিচারকের নির্দেশের পর নড়ে চড়ে বসে কল্যাণী থানা। বিচারকের নির্দেশকে বাস্তবায়িত করে তাঁরা ঘনাকে উদ্ধার করে কল্যাণী আদালতে ফিরিয়ে দেয়।