কলকাতা, 15 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসের একটি কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ওঠে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে ৷ সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল কলকাতা পুলিশ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই 16টি ফাইলে বয়েজ হস্টেল সংক্রান্ত তথ্য রয়েছে ৷ কিন্তু ইডির তরফে দাবি করা হয়, তাদেরই এক আধিকারিক তল্লাশি চলার সময় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের একটি কম্পিউটারে মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন ৷ সেই সংক্রান্ত ফাইলই ডাউনলোড করা হয়েছিল ৷ লালবাজারের প্রশ্ন, মেয়ের জন্য বয়েজ হস্টেল কেন খুঁজছিলেন ওই আধিকারিক ?
সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কলকাতা পুলিশ উত্তর খুঁজছে ৷ ইডির তরফেও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ আর যে আধিকারিক এই ‘কাণ্ড’ ঘটিয়েছিলেন, তাঁকে ইতিমধ্যেই অসমের গুয়াহাটিতে বদলি করে দেওয়া হয়েছে ৷ ফলে পুরো বিষয়ে জট খোলার বদলে নতুন করে ধোঁয়াশা বাড়ল বলেই ওয়াকিবহাল মহল মনে করছে ৷
উল্লেখ্য, গত মাসে লিপস অ্যান্ড বাউন্ডস নামে ওই সংস্থার একাধিক অফিসে একই দিনে তল্লাশি চালায় ইডি ৷ তার মধ্যেই ছিল কলকাতার নিউ আলিপুর এলাকায় সংশ্লিষ্ট সংস্থার একটি অফিস ৷ ইডির তল্লাশি অভিযান শেষ হয়ে যাওয়ার পর ওই সংস্থার তরফে কলকাতা পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ জানানো হয় ৷ সেখানে দাবি করা হয়, তাদের সংস্থার একটি কম্পিউটারে ইডি 16টি অজ্ঞাত ফাইল ডাউনলোড করা হয়েছে ৷
এই নিয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ৷ যে ফাইলগুলিকে ডাউনলোড করা হয়, সেগুলি পাঠানো হয় কেন্দ্রীয় পরীক্ষাগারে ৷ ইতিমধ্যে ইডির তরফে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দেওয়া হয় ৷ সেই চিঠিতেই জানানো হয় যে তদন্তের সময় ইডির এক আধিকারিক ওই ফাইলগুলি ডাউনলোড করেছিলেন ৷ তিনি মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন ৷ তাই ফাইল ডাউনলোড করা হয় ৷
আরও পড়ুন:লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট