কলকাতা, 18 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের খুনের অভিযোগে গ্রেফতার হওয়া নয় জন ছাত্রের মধ্যে একজনকে নিয়ে ঘটনার প্রাথমিক পর্যায়ের পুনর্নির্মাণ করছে কলকাতা পুলিশ । ধৃত সপ্তক কামিল্যাকে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে নিয়ে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ।
আজ যাদবপুর থানা থেকে ধৃত সপ্তকের মুখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সামনে । লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় প্রাথমিক পর্যায়ের পুনর্নির্মাণের যে প্রক্রিয়া, তা ধীরে ধীরে সম্পন্ন করা হচ্ছে ।
সাধারণত কোনও ঘটনায় প্রত্যেক অভিযুক্ত গ্রেফতার হয়ে যাওয়ার পরেই পুলিশ একপ্রকার নিশ্চিত হয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে । কিন্তু এ ক্ষেত্রে লালবাজারের বক্তব্য, ঘটনার পর প্রথম সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়, তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ধীরে ধীরে মোট নয় জনকে গ্রেফতার করা হয় ৷ এই নয় জনকে প্রথমে আটক করার পর জেরার সময়, তাঁরা একই রকমের তথ্য দিয়ে তদন্ত ঘুরপথে পরিচালনা করার চেষ্টা করছিলেন বলে মনে করছে পুলিশ ৷ ঠিক সেই জন্যই এ বার নয় জন ধৃতের প্রত্যেককে ঘটনাস্থলে আলাদা আলাদা ভাবে নিয়ে গিয়ে তদন্তকারীরা জানতে চাইবেন যে সঠিক কী ঘটনা ঘটেছিল ?