কলকাতা, 6 জুলাই: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপমুখ্যমন্ত্রিত্ব সংক্রান্ত মন্তব্যকে মিথ্যা বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরা-1 নম্বর ব্লকের দুবদায় ভোটের প্রচারে গিয়ে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু একটা বিস্ফোরক দাবি করেন । তাঁর দাবি, তৃণমূল ছাড়ার আগে শেষ মুহূর্তে তাঁকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ এরই পালটা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "উপমুখ্যমন্ত্রিত্ব নিয়ে শুভেন্দু যা বলেছেন, তা সম্পূর্ণ ভাঁওতা এবং মিথ্যে ৷"
কুণালের দাবি, ওই সময় বর্তমান বিজেপি নেতার বিরুদ্ধে নারদ মামলায় সিবিআই প্রথম এফআইআর করে ৷ এতে গ্রেফতারি থেকে এড়াতে শুভেন্দুই উলটে তৃণমূলের এক নেতাকে জানিয়েছিলেন, তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো যায় কি না ৷ তাতে এই গ্রেফতারি এড়াতে তিনি একটি সাংবিধানিক রক্ষাকবচ পাবেন ৷
কুণাল আরও জানান, শুভেন্দুর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তৃণমূল তাঁকে 'না' বলে দেয় ৷ এরপরই সিবিআই তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারী ৷ এই তৃণমূল নেতার আরও দাবি, শুভেন্দুর পতন এখন সময়ের অপেক্ষা ৷ কুণালের কথায়,"ভোটের দিন রেজাল্ট বেরলেই দেখবেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন করেছে তৃণমূল কংগ্রেস ৷"