পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: গ্রেফতারি এড়াতে উপ-মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শুভেন্দুই, বিস্ফোরক দাবি কুণালের

শুভেন্দু একটি নির্বাচনী প্রচারে জানিয়েছেন, তিনি দল ছাড়ার আগে শেষবেলায় তাঁকে উপমুখ্যমন্ত্রী করতে চেয়েছিল তৃণমূল ৷ বিরোধী দলনেতার এই দাবি মিথ্যা বলে পালটা দাবি কুণালের ৷ তিনি জানান, শুভেন্দুই দলকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন ৷

ETV Bharat
কুণাল বনাম শুভেন্দু

By

Published : Jul 6, 2023, 9:39 AM IST

শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

কলকাতা, 6 জুলাই: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপমুখ্যমন্ত্রিত্ব সংক্রান্ত মন্তব্যকে মিথ্যা বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরা-1 নম্বর ব্লকের দুবদায় ভোটের প্রচারে গিয়ে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু একটা বিস্ফোরক দাবি করেন । তাঁর দাবি, তৃণমূল ছাড়ার আগে শেষ মুহূর্তে তাঁকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ এরই পালটা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "উপমুখ্যমন্ত্রিত্ব নিয়ে শুভেন্দু যা বলেছেন, তা সম্পূর্ণ ভাঁওতা এবং মিথ্যে ৷"

কুণালের দাবি, ওই সময় বর্তমান বিজেপি নেতার বিরুদ্ধে নারদ মামলায় সিবিআই প্রথম এফআইআর করে ৷ এতে গ্রেফতারি থেকে এড়াতে শুভেন্দুই উলটে তৃণমূলের এক নেতাকে জানিয়েছিলেন, তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো যায় কি না ৷ তাতে এই গ্রেফতারি এড়াতে তিনি একটি সাংবিধানিক রক্ষাকবচ পাবেন ৷

কুণাল আরও জানান, শুভেন্দুর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তৃণমূল তাঁকে 'না' বলে দেয় ৷ এরপরই সিবিআই তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারী ৷ এই তৃণমূল নেতার আরও দাবি, শুভেন্দুর পতন এখন সময়ের অপেক্ষা ৷ কুণালের কথায়,"ভোটের দিন রেজাল্ট বেরলেই দেখবেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন করেছে তৃণমূল কংগ্রেস ৷"

রাজ্যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই বাহিনীর মধ্যে অন্য রাজ্যের পুলিশও আছে ৷ এ প্রসঙ্গে শুভেন্দুর আচরণকে কুণাল ঘোষ কটাক্ষ করেন, "ভিন রাজ্যের পুলিশ অতীতেও এসেছে ৷ তবে তাদের নিয়ে লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করছেন, সেটাকে পাগলামি সামিল ৷ "

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ব্যালট বাক্সের চুরি রুখতে বিশেষ সিলের ব্যবস্থা, ঘোষণা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী কী বলেছিলেন ?

বিজেপির সভা থেকে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, রাজ্যবাসীকে বাঁচাতে হবে- এই উদ্দেশ্যেই আমি সব অফার ছুড়ে ফেলে দিয়ে এসেছিলাম ৷ আমি ওই সময় পাঁচটা দফতরের মন্ত্রী ছিলাম ৷ একই সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদের মাথায় ছিলাম ৷ সব ফেলে চলে এসেছিলাম ৷ 1 ডিসেম্বর 2020 উপমুখ্যমন্ত্রীর অফার দিয়েছিল ৷ সেটাও ছুড়ে ফেলে দিয়ে এসেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details