কলকাতা, 30 মার্চ: আইনজীবী মারফত সিপিএমের তিনজন নেতাকে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই কথা জানিয়েছেন ৷ যে নেতাদের তিনি মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন, সেই তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা শতরূপ ঘোষ ৷
এই শতরূপের সঙ্গেই দু’দিন আগে বিতর্কে জড়িয়েছেন কুণাল ঘোষ ৷ শতরূপের 22 লক্ষ টাকার গাড়ি কেনা প্রশ্ন তুলেছিলেন ৷ পালটা জবাব দিয়েছিলেন শতরূপও৷ কুণালের অভিযোগ, ‘‘শতরূপের বক্তব্য ছিল, কুণালের বাবার গোপন অন্য সন্তান আছে, কুণালের বেনামি ভাই ইত্যাদি ও টেস্ট টিউব বেবি সংক্রান্ত । বাবাকে নানাভাবে অপমান ।’’
এই বক্তব্য নিয়েই শতরূপের বিরুদ্ধে মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল ঘোষ ৷ কিন্তু বিমান বসু ও মহম্মদ সেলিমকে কেন তিনি আইনি নোটিশ পাঠালেন ৷ কুণালের দাবি, যেহেতু বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান ও মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তাই তাঁদের অনুমোদনই সিপিএমের আলিমুদ্দিনের অফিসে বসে শতরূপ এই ‘কুৎসা’ করেছেন ৷