পুজোর মরশুমে মাটির সমস্যা কুমোরটুলিতে কলকাতা, 13 সেপ্টেম্বর: হাতে গোনা আর মাত্র একটা মাস বাকি দুর্গাপুজোর । কুমোরটুলির পটুয়াপাড়াজুড়ে প্রতিমা তৈরির ব্যস্ততা থাকাই স্বাভাবিক ৷ কিন্তু তাতে বাধ সেধেছে প্রতিমা তৈরির প্রধান উপকরণ মাটি ৷ বর্তমানে যে মাটি ব্যবহার করা হচ্ছে সেই মাটি রীতিমত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের ।
কী সমস্যা মাটি নিয়ে ?
মাটির গুণগত মানের ফারাকের জেরে এই ভোগান্তি। পুজো যত এগিয়ে আসছে চিন্তা তত বাড়ছে । আগে উলুবেড়িয়া থেকে গঙ্গার মাটি আসত । একটা সময় ছিল প্রায় 150-200 নৌকা আসত মাটি নিয়ে। প্রতিমা গড়ার ক্ষেত্রে ওই মাটি খুবই ভালো ছিল ৷ প্রয়োজন অনুযায়ী কাজ করা যেত । ফুট শুকনো হাওয়া থেকে ওজন হালকা সবটাই সুবিধা হত । কিন্তু সেই মাটি এখন আসা বন্ধ হতে চরম সমস্যা তৈরি হয়েছে গোটা কুমোরটুলি জুড়ে ।
এখন এই মাটি সোনার থেকে দামি হয়েছে যেন । আসছে মাত্র 4-5 নৌকা । আগে প্রতি নৌকা মাটির দাম পড়ত 20 হাজার টাকার কিছুটা কমবেশি । এখন সেই মাটি নিতে হলে 40 হাজার টাকা খরচ লাগছে । উলুবেড়িয়ার মাটির দাম বাড়ার অন্যতম কারণ আবার দ্বিতীয় হুগলি সেতু পার হলে পুলিশি হেনস্তার সম্মুখীন হতে হচ্ছে ৷ এমনই দাবি শিল্পীদের একাংশের ।
তাঁদের এই সমস্ত সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েও কোনও সুরাহা হয়নি । তাই বিকল্প না-পেয়ে এখন সড়কপথে কাকদ্বীপের জমি কাটা মাটি আনতে হচ্ছে । প্রতি লরি পিছু সেই মাটির দাম পড়ছে 20 হাজার টাকা । আর এই মাটি নিয়েই ফ্যাঁসাদে পড়েছে শিল্পীমহল ।
এই বিষয়ে কুমোরটুলির মৃৎশিল্পী সমিতির সদস্য বাবু পাল বলেন, "ওজনে ভারী । বেশি শুকিয়ে যায় । বেশি ছোট হয়ে যায় । ফলে মাপ করতে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে । মুখ তৈরি করলে মাটির ভার যা, তাতে ভেঙে পড়ার ভয় থাকছে ৷ সবমিলিয়ে খুব অসুবিধায় পড়তে হচ্ছে উৎকৃষ্ট মাটি না-পাওয়ায় । আর এইসব কারণেই পুজোর মুখে যখন কাজের চাপ তখন অস্বস্তি বাড়ছে ।"
আরও পড়ুন : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, চূড়ান্ত ব্যস্ততায় প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা