পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heavy Rainfall in Kolkata: প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, ভেঙে পড়ল বাড়ি; যানজটে ভোগান্তি শহরবাসীর

কালো মেঘে ঢেকেছে শহর ৷ দুপুর থেকেই ক্ষণেক্ষণে হচ্ছে বৃষ্টি ৷ রাস্তায় রাস্তায় জমেছে জল ৷ বৃষ্টিতে যানজটের জেরে নাজেহাল অবস্থা শহরবাসীর । ট্রাফিকের চাপ রয়েছে কলকাতার বিভিন্ন সিগন্যালে ।

Heavy Rainfall in Kolkata
কলকাতায় বৃষ্টি

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 3:19 PM IST

প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা

কলকাতা, 2 সেপ্টেম্বর: শনিবার প্রবল বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ৷ গরম থেকে সাময়িক স্বস্তি মিলল মহানগরবাসীর ৷ তবে কিছুক্ষণের বারিধারায় ফের জমাজলের ছবি ধরা পড়েছে কলকাতার অলিতেগলিতে ৷ দক্ষিণ কলকাতার তারাতলা, মিন্টো পার্ক, শরৎ বোস রোড, কালীঘাট, হাজরা থেকে উত্তর কলকাতায় ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটের রাস্তায় জমল জল ৷ যার জেরে যানজটের সৃষ্টি হয়েছে শহরজুড়ে ৷

পাশাপাশি বৃষ্টির জেরে ভবানীপুরে ভেঙে পড়ল একটি বিপজ্জনক বাড়ি । কলকাতা পৌরনিগমের পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল । শনিবার অর্থাৎ আজ ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে এই বাড়িটি। সূত্রের খবর, সেসময় বাড়িতে ছিলেন একজন । তাঁকে উদ্ধার করা হয়েছে । ভবানীপুরের পদ্মপুকুর এলাকায় অবস্থিত এই বাড়িটিতেই নাকি সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা' ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছিল। ছবিতে এটিকে মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে দেখানো হয় । আজ আচমকাই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পরার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু ।

যানজটের জেরে নাজেহাল অবস্থা শহরবাসীর

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রবল বর্ষণে ভেসেছিল কলকাতা । এর ফলে শুক্রবার কিছুটা রেহাই মিলেছিল শহরবাসীর । তবে ভ্যাপসা গরম ছিল অব্যাহত ৷ তাতে নাজেহাল হতে হয়েছে সকলকে । এরপর শনিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । বেলা গড়াতেই দেখা দেয় মেঘেদের আনাগোনা এবং পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । আগেই আলিপুর আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ সেই মতোই কলকাতায় ঝেঁপে বৃষ্টি হল শনিবার দুপুরে ।

প্রবল বৃষ্টিতে রাস্তায় জমেছে জল

আরও পড়ুন:আজ থেকে ভাসবে বাংলা, নতুন সপ্তাহে দুয়ারে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি চলবে তিনদিন । এর নেপথ্য কারণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ৷ তবে বৃষ্টির কারণে তাপমাত্রার হেরফেরের কোনও সম্ভাবনা নেই । ভাদ্র মাসের গরম একই থাকবে, তা বলাই বাহুল্য । জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে । তাই রবিবারও দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । হাওড়া, দুই 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারও ।

ABOUT THE AUTHOR

...view details