কলকাতা, 1 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ণাঢ্য শোভাযাত্রার দিনই ফুটপাতে পড়ে থাকা মা ও তার সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করল কলকাতা পুলিশ ।
বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় ছড়িয়ে ছিল পুলিশ(Kolkata Police)৷ লালবাজার সূত্রের খবর, চৌরঙ্গি স্কোয়ারে ভিক্টোরিয়া হাউজের কাছে এদিন ট্রাফিকের দায়িত্বে ছিলেন ইনস্পেক্টর ইন্দ্রনাথ মুখোপাধ্যায়(অ্যাডিশনাল ওসি, হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড) ও তিলজলা ট্রাফিক গার্ডের সারজেন্ট প্রণব দেবনাথ ।
তাঁদের কাছে খবর আসে, রাস্তার ধারে ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা । লোকজন জড়ো হয়েছে । সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের ওই দুই আধিকারিক ঘটনাস্থলে যান ৷ কিন্তু ততক্ষণে একটি কন্যাসন্তান প্রসব করেছেন ওই মহিলা । তবে খুব অস্বাস্থ্যকর পরিবেশে । স্পষ্টই বোঝা যাচ্ছিল যে, মা ও সদ্যোজাতের খুব কষ্ট হচ্ছে । তাঁদের চিকিৎসার প্রয়োজন । তাই সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তাঁরা(kolkata traffic police sergeant and additional OC rescued a newborn daughter and her mother)৷ যোগাযোগ করেন একটি শিশু কল্যাণ সংস্থার সঙ্গে ।